প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমলেন্দু সান্যাল

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী(ex minister) কমলেন্দু সান্যাল(kamalendu sanyal)। রবিবার ভোরে কৃষ্ণনগরে (Krishna Nagar)একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল (৮৫) বছর। আজীবন তিনি বামপন্থী(CPIM) সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

তেহট্ট হাইস্কুলেল শিক্ষক ছিলেন তিনি। অবিবাহিত কমলেন্দু সান্যাল তিনবার বিধায়ক হয়েছিলেন। সিপিএমের(Cpm )পক্ষ থেকে এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানান সিপিএম নেতা এস,এম, সাদি, মৃদুল দে, সুমিত বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দলের পক্ষ থেকে প্রবীণ কমিউনিস্ট নেতার মরদেহে মালা পরিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শনিবার রাতে তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নদিয়া জেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুন-সংকটজনক সংগীতশিল্পী নির্মলা মিশ্র, ভর্তি নার্সিংহোমে

 

Previous articleরবিবার শুভেন্দুর কর্মসূচির পাল্টা সোমবার দাঁতনে তৃণমূলের সভা
Next article“সাডা কুত্তা কুত্তা!” -র এসেন্স হলিউডেও, গানের তালে নাচলেন ‘ফ্রেন্ডস’-এর চরিত্ররা! মূহুর্তেই ভাইরাল ভিডিও