Thursday, January 15, 2026

ক্রমশ সচ্ছল দেশের অর্থনীতি, ৫ বছরে ব্রিটেন ও ১০ বছরে টপকে যাবে জার্মানিকে

Date:

Share post:

দুর্দশা কাটিয়ে দেশের অর্থনীতির(Indian economy) গতি ধরেছে সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রিজার্ভ ব্যাংকের(Reserve Bank) গভর্নর শক্তিকান্ত দাস(Shaktikanta Das)। এবার সেই সুরে সুর মেলাল ব্রিটেনের এক অর্থনৈতিক সমীক্ষক সংস্থা। সম্প্রতি সেন্টার ফর ইকনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ’ (সিইবিআর) নামের ওই আন্তর্জাতিক সংস্থার তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা ভারতের জন্য নিঃসন্দেহে সুখপ্রদ। তাদের দাবি ভারতের অর্থনৈতিক বৃদ্ধি যে হারে বাড়তে শুরু করেছে তাতে ব্রিটেনকে টপকে যেতে ভারতের আর সময় লাগবে ৫ বছর। এবং তার পরের পাঁচ বছর ভারত অর্থনীতিতে ধীরে ধীরে টপকে যাবে জার্মানি ও জাপানের মত দেশ গুলিকে।

সিইবিআর (CEBR) সংস্থার তরফে শনিবার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে আর্থিক বৃদ্ধির বর্তমান ধারা বজায় থাকলে ২০২৫ সালে ব্রিটেনেরকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। পাশাপাশি ২০২৭ সালে জার্মানি এবং ২০৩১ সালে জাপানকে পিছনে ফেলে দিয়ে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে উঠে আসবে ভারত। তখন ভারতের সামনে থাকবে মাত্র দুটি দেশ চিন এবং আমেরিকা। অবশ্য বর্তমানে অর্থনীতিতে বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। ২০১৯ সালে ব্রিটেনেরকে টপকে পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছিল ভারতের অর্থনীতি। তবে করোনা পরিস্থিতির কারণে তা প্রবল ধাক্কা খায়।

আরও পড়ুন:রবিবার শুভেন্দুর কর্মসূচির পাল্টা সোমবার দাঁতনে তৃণমূলের সভা

বিভিন্ন দেশের আর্থিক বৃদ্ধির হারের হিসেব কষে সিইবিআর-এর অর্থনীতিবিদেরা জানাচ্ছেন, ২০২১ সাল থেকে ফের ভারতে আর্থিক বৃদ্ধির হার গতি পাবে। বার্ষিক রিপোর্টের পূর্বাভাস, ভারতীয় অর্থনীতি ২০২১ সালে ৯ শতাংশ এবং ২০২২ সালে ৭ শতাংশ প্রসারিত হবে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, অতিমারি পরবর্তী পরিস্থিতিতে ভারতে উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক জোয়ার আসতে পারে। আর তার উপর ভর করেই চাঙ্গা হবে ভারতের অর্থনীতি। প্রসঙ্গত, ২০১৬ সালে ভারতে বৃদ্ধির হার পৌঁছে গিয়েছিল ৮.৩ শতাংশে। কিন্তু এর পরেই অর্থনৈতিক পতন শুরু হয়। ২০১৮-তে ৬.১ শতাংশ থাকলেও ২০১৯-এর শেষপর্বে তা ৪.২ শতাংশে নেমে আসে। এর পর করোনা পরিস্থিতিতে জিডিপি-র পতন ঘটে ব্যাপকভাবে। অবশ্য অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি ২০২১ সালে সেই ক্ষত অনেকটাই সারিয়ে নেবে ভারত।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...