Wednesday, December 24, 2025

ক্রমশ সচ্ছল দেশের অর্থনীতি, ৫ বছরে ব্রিটেন ও ১০ বছরে টপকে যাবে জার্মানিকে

Date:

Share post:

দুর্দশা কাটিয়ে দেশের অর্থনীতির(Indian economy) গতি ধরেছে সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রিজার্ভ ব্যাংকের(Reserve Bank) গভর্নর শক্তিকান্ত দাস(Shaktikanta Das)। এবার সেই সুরে সুর মেলাল ব্রিটেনের এক অর্থনৈতিক সমীক্ষক সংস্থা। সম্প্রতি সেন্টার ফর ইকনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ’ (সিইবিআর) নামের ওই আন্তর্জাতিক সংস্থার তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা ভারতের জন্য নিঃসন্দেহে সুখপ্রদ। তাদের দাবি ভারতের অর্থনৈতিক বৃদ্ধি যে হারে বাড়তে শুরু করেছে তাতে ব্রিটেনকে টপকে যেতে ভারতের আর সময় লাগবে ৫ বছর। এবং তার পরের পাঁচ বছর ভারত অর্থনীতিতে ধীরে ধীরে টপকে যাবে জার্মানি ও জাপানের মত দেশ গুলিকে।

সিইবিআর (CEBR) সংস্থার তরফে শনিবার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে আর্থিক বৃদ্ধির বর্তমান ধারা বজায় থাকলে ২০২৫ সালে ব্রিটেনেরকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। পাশাপাশি ২০২৭ সালে জার্মানি এবং ২০৩১ সালে জাপানকে পিছনে ফেলে দিয়ে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে উঠে আসবে ভারত। তখন ভারতের সামনে থাকবে মাত্র দুটি দেশ চিন এবং আমেরিকা। অবশ্য বর্তমানে অর্থনীতিতে বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। ২০১৯ সালে ব্রিটেনেরকে টপকে পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছিল ভারতের অর্থনীতি। তবে করোনা পরিস্থিতির কারণে তা প্রবল ধাক্কা খায়।

আরও পড়ুন:রবিবার শুভেন্দুর কর্মসূচির পাল্টা সোমবার দাঁতনে তৃণমূলের সভা

বিভিন্ন দেশের আর্থিক বৃদ্ধির হারের হিসেব কষে সিইবিআর-এর অর্থনীতিবিদেরা জানাচ্ছেন, ২০২১ সাল থেকে ফের ভারতে আর্থিক বৃদ্ধির হার গতি পাবে। বার্ষিক রিপোর্টের পূর্বাভাস, ভারতীয় অর্থনীতি ২০২১ সালে ৯ শতাংশ এবং ২০২২ সালে ৭ শতাংশ প্রসারিত হবে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, অতিমারি পরবর্তী পরিস্থিতিতে ভারতে উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক জোয়ার আসতে পারে। আর তার উপর ভর করেই চাঙ্গা হবে ভারতের অর্থনীতি। প্রসঙ্গত, ২০১৬ সালে ভারতে বৃদ্ধির হার পৌঁছে গিয়েছিল ৮.৩ শতাংশে। কিন্তু এর পরেই অর্থনৈতিক পতন শুরু হয়। ২০১৮-তে ৬.১ শতাংশ থাকলেও ২০১৯-এর শেষপর্বে তা ৪.২ শতাংশে নেমে আসে। এর পর করোনা পরিস্থিতিতে জিডিপি-র পতন ঘটে ব্যাপকভাবে। অবশ্য অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি ২০২১ সালে সেই ক্ষত অনেকটাই সারিয়ে নেবে ভারত।

spot_img

Related articles

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...

এক পাতা পড়তে দিন কাবার,জটিল রোগে আক্রান্ত ‘ধুরন্ধর’ পরিচালক!

বলিউডের দিকে তাকালেই এখন শুধু একটাই আলোচনা-আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' (Dhurandhar)সাফল্য। এমন এক ছবি যা শুধু রণবীর সিংকে...

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...