Thursday, November 13, 2025

প্রায় এক দশক পর নন্দীগ্রামে থানা ঘেরাও কর্মসূচি বাম-কংগ্রেসের

Date:

শুভেন্দুর বিজেপি(BJP) যোগের পরই বঙ্গ রাজনীতিতে দীর্ঘদিন পর সংবাদ শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম(Nandigram)। একের পর এক সভা রাজনৈতিক কর্মসূচিতে জমজমাট মেদিনীপুরের এই অঞ্চল। তবে শুধু বিজেপি বা তৃণমূল(TMC) নয়, নন্দীগ্রামের মাটিতে প্রায় এক দশক পর ফের সক্রিয় হয়ে উঠতে দেখা গেল বাম(Left) ও কংগ্রেসকে(Congress)। রবিবার দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদের পাশাপাশি একগুচ্ছ দাবিতে নন্দীগ্রাম থানা ঘেরাও করলেন বাম ও কংগ্রেস কর্মীরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম পুলিশ প্রশাসনের তরফে বিরোধীদের প্রতি অতিসক্রিয়তা দেখা গিয়েছে ব্যাপকভাবে। নানান রকম মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বাম ও কংগ্রেসের দলীয় কর্মীদের। এরই প্রতিবাদে থানা ঘেরাও করা হয়েছে বাম ও কংগ্রেসের তরফে। এর পাশাপাশি বাম কংগ্রেস সূত্রের খবর, আগামী ৭ ও ৮ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সভা রয়েছে নন্দীগ্রামে। সেই সভাকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না হয় তার জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বাম কংগ্রেসের তরফে। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় স্মারকলিপিও জমা দিয়েছে তারা।

আরও পড়ুন:দিল্লিতে কৃষক আন্দোলন : সমর্থনে অনশনে বসেছেন দমদম সেন্ট্রাল জেলের রাজনৈতিক বন্দিরা

প্রসঙ্গত, নন্দীগ্রামের তেখালিতে আগামী ৭ জানুয়ারি সভার হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও সেই সভার আগেই শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি মাননীয়া যা বলে যাবেন তার ধরে ধরে জবাব দেবেন তিনি। ৮ জানুয়ারি শুভেন্দু এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বেশ বেড়েছে এলাকায়। সূত্রের খবর শুভেন্দু অধিকারীর ওই সভায় উপস্থিত থাকবেন বিজেপি নেতা মুকুল রায়ও।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version