Thursday, August 28, 2025

সংযুক্ত জনতা দলের (JDU) সর্বভারতীয় সভাপতির পদ ছেড়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (nitish kumar)। রবিবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে নতুন জাতীয় সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ রামচন্দ্র প্রসাদ সিংকে। তবে দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও নেতৃত্বের রাশ থাকবে নীতীশের হাতেই। কারণ নতুন জাতীয় সভাপতি রামচন্দ্র প্রসাদ সিং (rdamchandra prasad singh) দলের অন্দরে নীতীশের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলেই পরিচিত।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের পরই জেডিইউয়ের সর্বভারতীয় সভাপতির (national president) পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন নীতীশকুমার। পরবর্তী সর্বভারতীয় সভাপতির দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন প্রাক্তন আমলা তথা একসময়ে বিহারের মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব পালন করা ৬২ বছরের রামচন্দ্র প্রসাদ সিং। নীতীশকুমারের মত তিনিও নালন্দা জেলার বাসিন্দা এবং কুর্মি সম্প্রদায়ের মানুষ। বরাবরই নীতীশের খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত তিনি। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর নীতীশের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ রামচন্দ্রের। জেডিইউতে যোগ দেওয়ার পর ২০১০ সালে প্রথমবার প্রথমবার রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে দ্বিতীয়বারের জন্য দল তাঁকে রাজ্যসভায় পাঠায়। রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠকে সর্বভারতীয় সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে নীতীশ বলেন, একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব ও দলের শীর্ষ পদের দায়িত্ব সামলানো খুবই সমস্যা হচ্ছে। তাই তিনি সংগঠনের দায়িত্ব যোগ্য নেতার হাতে তুলে দিতে চান।

আরও পড়ুন- পরবর্তী মহামারির জন্য স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে, দেশগুলির কাছে অনুরোধ WHO প্রধানের

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version