Monday, May 5, 2025

সংযুক্ত জনতা দলের (JDU) সর্বভারতীয় সভাপতির পদ ছেড়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (nitish kumar)। রবিবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে নতুন জাতীয় সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ রামচন্দ্র প্রসাদ সিংকে। তবে দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও নেতৃত্বের রাশ থাকবে নীতীশের হাতেই। কারণ নতুন জাতীয় সভাপতি রামচন্দ্র প্রসাদ সিং (rdamchandra prasad singh) দলের অন্দরে নীতীশের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলেই পরিচিত।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের পরই জেডিইউয়ের সর্বভারতীয় সভাপতির (national president) পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন নীতীশকুমার। পরবর্তী সর্বভারতীয় সভাপতির দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন প্রাক্তন আমলা তথা একসময়ে বিহারের মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব পালন করা ৬২ বছরের রামচন্দ্র প্রসাদ সিং। নীতীশকুমারের মত তিনিও নালন্দা জেলার বাসিন্দা এবং কুর্মি সম্প্রদায়ের মানুষ। বরাবরই নীতীশের খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত তিনি। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর নীতীশের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ রামচন্দ্রের। জেডিইউতে যোগ দেওয়ার পর ২০১০ সালে প্রথমবার প্রথমবার রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে দ্বিতীয়বারের জন্য দল তাঁকে রাজ্যসভায় পাঠায়। রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠকে সর্বভারতীয় সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে নীতীশ বলেন, একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব ও দলের শীর্ষ পদের দায়িত্ব সামলানো খুবই সমস্যা হচ্ছে। তাই তিনি সংগঠনের দায়িত্ব যোগ্য নেতার হাতে তুলে দিতে চান।

আরও পড়ুন- পরবর্তী মহামারির জন্য স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে, দেশগুলির কাছে অনুরোধ WHO প্রধানের

 

Related articles

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...
Exit mobile version