Saradha: সব নাম আসুক: দিলীপ; আশ্রয় দেবেন না: কুণাল

সারদা তদন্ত নিয়ে রবিবার সকালেই দুটি জমজমাট বিবৃতি।
বিজেপি সভাপতি Dilip Ghoshকে সাংবাদিকরা প্রশ্ন করেন আদালতে লেখা Sudipta Senএর চিঠিটি সম্পর্কে Kunal Ghosh এর তদন্তের দাবি নিয়ে।
দিলীপ জবাবে বলেন,” উনি যা বলছেন, অন্যরা যা বলছে, সিবিআই দেখছে। সব নাম সামনে আসুক। সবাই সব জানুক।”

এর প্রতিক্রিয়ায় এক টিভি চ্যানেলে কুণাল বলেন,” দিলীপদার যদি এইটুকুই বক্তব্য হয়, তবে তাকে স্বাগত জানাচ্ছি। আমি তো প্রথম থেকেই এটা চাই। সিবিআই প্রচুর দেরি করছে। তবে দিলীপদা দেখুন বহু অভিযুক্ত ও সুবিধাভোগী ষড়যন্ত্রী তদন্ত থেকে বাঁচতে এখন বিজেপির মঞ্চে গিয়ে ভিড়ছে। দিলীপদা পুরনো দিনের আর এস এস এবং বিজেপি কর্মী। এখন ব্যক্তিস্বার্থে তৎকাল বিজেপি হয়ে এইসব অভিযুক্ত তাঁর দলের মঞ্চে গিয়ে উঠছে। দিলীপদাকে অনুরোধ করব এদের আশ্রয় দেবেন না।”

 

Previous article২৭ ডিসেম্বর, রবিবারের বাজার দর
Next articleব্রেকফাস্ট স্পোর্টস