Wednesday, August 27, 2025

তৃণমূল কংগ্রেস (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের নীলপুর। ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তাঁরা দুই পক্ষের কর্মী। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। দুই পক্ষেরই অভিযোগ, তাঁদের পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বর্ধমান (Bardhaman) শহরের নীলপুরের ১২ নম্বর ওয়ার্ডে সংঘাতে জড়ায় তৃণমূল-বিজেপি দুই দলই। ব্যাপক সংঘর্ষের পর র‍্যাফ ও বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে তা ছিঁড়ে দেওয়া হয়। এর প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের উপর লাঠি, রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই সংঘর্ষে জখম হয়েছেন ৬ জন বিজেপি কর্মী। এই ঘটনায় বিজেপি যুব নেতা শুভম নিয়োগী দাবি করেন, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাদের কর্মীরা নানা এলাকায় শক্তিকেন্দ্র খুলেছেন সংগঠনের প্রসার ঘটাতে। এতে বিচলিত হয়ে বারবার হামলা চালাচ্ছে টিএমসি। তাঁরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ জানাবেন।

এই অভিযোগের পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। লাঠি, রড দিয়ে দু’জন কর্মীকে মারধরও করা হয়। এই ঘটনায় জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের দাবি, বিজেপির কোনও সংগঠন নেই। কোনও কর্মী নেই। ওদের কোনও দলীয় কার্যালয় নেই নীলপুরে। সবাই তৃণমূলে যোগ দিচ্ছে। তাতেই ওরা ভয় পেয়েছে। ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাশে থাকার বার্তা দিল শিবসেনা

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version