Saturday, November 15, 2025

তৃণমূল কংগ্রেস (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের নীলপুর। ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তাঁরা দুই পক্ষের কর্মী। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। দুই পক্ষেরই অভিযোগ, তাঁদের পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বর্ধমান (Bardhaman) শহরের নীলপুরের ১২ নম্বর ওয়ার্ডে সংঘাতে জড়ায় তৃণমূল-বিজেপি দুই দলই। ব্যাপক সংঘর্ষের পর র‍্যাফ ও বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে তা ছিঁড়ে দেওয়া হয়। এর প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের উপর লাঠি, রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই সংঘর্ষে জখম হয়েছেন ৬ জন বিজেপি কর্মী। এই ঘটনায় বিজেপি যুব নেতা শুভম নিয়োগী দাবি করেন, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাদের কর্মীরা নানা এলাকায় শক্তিকেন্দ্র খুলেছেন সংগঠনের প্রসার ঘটাতে। এতে বিচলিত হয়ে বারবার হামলা চালাচ্ছে টিএমসি। তাঁরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ জানাবেন।

এই অভিযোগের পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। লাঠি, রড দিয়ে দু’জন কর্মীকে মারধরও করা হয়। এই ঘটনায় জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের দাবি, বিজেপির কোনও সংগঠন নেই। কোনও কর্মী নেই। ওদের কোনও দলীয় কার্যালয় নেই নীলপুরে। সবাই তৃণমূলে যোগ দিচ্ছে। তাতেই ওরা ভয় পেয়েছে। ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাশে থাকার বার্তা দিল শিবসেনা

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version