Thursday, August 28, 2025

রবিবার শুভেন্দুর কর্মসূচির পাল্টা সোমবার দাঁতনে তৃণমূলের সভা

Date:

ঘাসফুল ফেলে হাতে পদ্ম তুলে নেওয়ার পর আজ, রবিবার পশ্চিম মেদিনীপুরে প্রথম কোনও কর্মসূচিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ এই কর্মসূচি ‘অ-রাজনৈতিক’ নয়, পুরোদস্তুর এক ‘রাজনৈতিক কর্মসূচি’তেই অংশ নিচ্ছেন শুভেন্দু।

এদিকে, শুভেন্দুর সভার পরের দিন, সোমবার দাঁতনেই পাল্টা সভার ডাক দিয়েছে তৃণমূল ( TMC)।

বিজেপির ( BJP) তরফে জানানো হয়েছে, রবিবার দাঁতনে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রার শেষে জনসভাও হবে। বিজেপির এই কর্মসূচিতে যোগ দেবেন শুভেন্দু।

ওদিকে, শুভেন্দুকে ‘কাগুজে বাঘ’ বলে কটাক্ষ করে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেছেন, ‘‘শুভেন্দুকে দল কখনই অসম্মান করেনি। একগাদা পদে ছিলেন। এখন অনেক বড় বড় কথা বলছেন। তবে বিশ্বাসঘাতকরা কখন কী বললো, তাতে তৃণমূলের কিছু যায় আসে না। রবিবারের বিজেপির সভায় যা লোক হবে তার থেকে কয়েকগুণ বেশি লোক হবে সোমবারে তৃণমূলের সভায়। দাঁতনে একই জায়গায় এই সভা হবে৷ শুধু জেলার নেতারাই এই সভায় থাকবেন। শুভেন্দুর মিথ্যার ফানুস সোমবার খুলে দেওয়া হবে।’’

আরও পড়ুন-শুভেন্দুর পর সুনীলের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি কৈলাসের

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version