Wednesday, August 27, 2025

প্রাক্তন আইপিএস নজরুল ইসলামকে নিগ্রহ করায় দল থেকে বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর

Date:

কড়া পদক্ষেপ তৃণমূলের৷

প্রাক্তন আইপিএস (IPS) নজরুল ইসলামের (Najrul Islam) উপর হামলা চালানোর দায়ে অভিযুক্ত দলের এক কাউন্সিলরকে বহিষ্কার করলো তৃণমূল (TMC)৷ ডোমকল পুরসভার তৃণমূল কাউন্সিলরের নাম মাজেদুল শেখ (Majedul Sk)৷

এই মাজেদুলকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)৷ তিনি বলেছেন, “নজরুল ইসলাম জেলার গর্ব। ডোমকল পুরসভার ১৪ নং ওয়ার্ডের দলের কাউন্সিলর মাজেদুল শেখ এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় আমরা তাঁকে বহিষ্কার করলাম।’’ তবে নজরুল সাহেব বহিষ্কারে খুশি নন। তাঁর দাবি, অপরাধীদের গ্রেফতার করতে হবে।

মাজেদুলকে বহিষ্কারের পর নজরুল ইসলাম বলেছেন, ‘‘তৃণমূল পদক্ষেপ করেছে, তা সত্যিই ধন্যবাদযোগ্য। কিন্তু অপরাধীরা তো এখনও ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করুক। অপরাধীরা শাস্তি না পেলে আমি বিচার পাবো কীভাবে?” প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর ডোমকলের রামনা গ্রামে তৃণমূল কাউন্সিলর মাজেদুল শেখ আক্রমণ করেন নজরুল ইসলামকে। তাঁকে বেধড়ক মারধোর করার অভিযোগ ওঠে ওই কাউন্সিলর-সহ ৩ জনের বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যান মহকুমাশাসক। ৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

নজরুল ইসলাম ডোমকলে ‘বসন্তপুর এডুকেশন সোসাইটি’ নামে একটি সংস্থা চালান দীর্ঘ দিন ধরে। ওই সোসাইটির দখল নিতে গত এক বছর ধরে তৃণমূলের নেতৃত্বে চক্রান্ত চলছিল বলে অভিযোগ নজরুলের।

আরও পড়ুন- সিনেমা দেখানোর আর্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়!

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version