‘প্রতীচী’ কাণ্ড : মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি অমর্ত্য সেনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) পাঠানো চিঠির উত্তর দিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন (Amartya Sen)। রবিবারের তারিখ লেখা চিঠিটি সোমবার পেয়েছে নবান্ন (Nabanna)। চিঠিতে অমর্ত্য সেন লিখেছেন, মমতার সমর্থন পেয়ে তিনি খুশি। নিজের ব্যস্ততার ফাঁকেও যে মমতা আক্রান্তের পক্ষে গলা তুলেছেন এজন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

‘প্রতীচী’ কাণ্ড নিয়ে শক্ত হাতে হাল ধরেছে রাজ্য সরকার (West Bengal Government)। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির জমির একাংশ বিশ্ববিদ্যালয়ের জমি বলে অভিযোগ করেছে বিশ্বভারতী (Visva Bharati) কর্তৃপক্ষ। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি ‘প্রতীচী’ বিতর্কে তাঁর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতিবিদকে সম্প্রতি একটি চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লিখেছিলেন,’আপনার পরিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন ও বিস্ময়কর অভিযোগ করছে বিশ্বভারতীর কয়েকজন বহিরাগত। এটা আমায় কষ্ট দিয়েছে। দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠের গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করছেন আপনি। তাই অপশক্তিগুলি আপনার শত্রু হয়ে উঠেছে। এই লড়াইয়ে আপনার পাশে রয়েছি।’

এরপরই নোবেলজয়ী অমর্ত্য সেনকে অপমানের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিদ্বজ্জনেরা। রবিবার বাংলা আকাডেমির সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন তাঁরা। এদিনের সভা থেকে বাংলার বিদ্বজ্জনেরা তুমুল আক্রমণ করেন বিজেপি (BJP)-কে। আকাদেমির প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এ রাজ্যের শিক্ষা, শিল্প, সংস্কৃতির বিশিষ্টরা। কবি সুবোধ সরকার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন যোগেন চৌধুরী, পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, শিল্পী কবীর সুমন, চিত্র পরিচালক অরিন্দম শীল, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, জৈবপ্রযুক্তি মন্ত্রী-নাট্যকার ব্রাত্য বসু (Bratya Bose) বাচিকশিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ।

আরও পড়ুন-করোনা আক্রান্ত রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি