ফের বিজেপি (BJP) কর্মীদের ওপর হামলার অভিযোগ। উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদীঘি। জখম ১০ জন।

বিজেপির অভিযোগ, সাগরদীঘির বালিয়াতে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই সভায় যোগ দিতে যাওয়ার সময় প্রায় তিরিশ জন দুষ্কৃতী বিজেপি কর্মী সমর্থকদের ওপরে হামলা চালায়। তাতে ব্যাপকভাবে জখম হয় ১০ জন।

বিজেপির দাবি, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। আহতদের উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে (Murshidabad Sagardighi Super Speciality Hospital) ভর্তি করা হয়। সাগরদীঘি দু- নম্বর মন্ডলের যুব সভাপতি ভবানী প্রসাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College Hospital) স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন-বিশ্বভারতীর থেকে রাস্তা ফেরত নিল রাজ্য, খুশি আশ্রমিকরা


