বিশ্বভারতীর থেকে রাস্তা ফেরত নিল রাজ্য, খুশি আশ্রমিকরা

বিশ্বভারতী কর্তৃপক্ষের  (viswavarati)থেকে রাস্তা ফেরত নিয়ে নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) এদিন বলেন, বিশ্বভারতীর থেকে আমরা রাস্তা ফেরত নিয়ে নিলাম। কাচ মন্দির থেকে কালীসায়র পর্যন্ত রাস্তা বিশ্বভারতী কর্তৃপক্ষের দখলে ছিল। এই ঘটনায় যারপরনাই খুশি বিশ্বভারতীর আশ্রমিকরা। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, পুলিশ সুপার নিজে গিয়ে শ্রমিকদের এই খুশির খবর জানিয়ে এসেছেন। আশ্রমিকরা যারপরনাই সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্বভারতী একতরফাভাবে এই রাস্তাটি দখল করে রাখায় খুবই অসুবিধায় পড়ে ছিলেন স্থানীয় আশ্রমিকরা । মুখ্যমন্ত্রীর এই নজিরবিহীন ও ঐতিহাসিক সিদ্ধান্তের পরে আজ থেকে এই রাস্তা আবার সকলের ব্যবহারের উপযোগী হয়ে উঠল। স্বভাবতই খুশির হাওয়া বোলপুর জুড়ে।

ওই রাস্তার অধিকার বিশ্বভারতীকে দিয়েছিল পি ডব্লিউ ডি (PWD)। বিশ্বভারতী ওই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল। স্থানীয় মানুষজনদের খুবই অসুবিধা হচ্ছিল । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তার পাশেই বিশিষ্টজনদের বাড়ি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, দীর্ঘদিন ধরেই ওই রাস্তা নিয়ে নানা অভিযোগ তার কানে আসছিল। এদিন সকালে বোলপুর সফরে আসার আগেই তিনি ফাইলে সই করে এসেছেন। যাতে ওই রাস্তা বিশ্বভারতীর থেকে সরকার আবার ফিরিয়ে নিতে পারে।

আরো পড়ুন-নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার, পথ অবরোধ ঠিকা

শ্রমিকদের

Previous articleভোট আসে ভোট যায়: কোন্নগরে রাস্তার বেহাল পরিস্থিতির পরিবর্তন হয় না
Next articleস্কুলে ভর্তি হতে যাওয়ার পথে দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু পড়ুয়ার