Friday, May 16, 2025

ভোট আসে ভোট যায়: কোন্নগরে রাস্তার বেহাল পরিস্থিতির পরিবর্তন হয় না

Date:

Share post:

ভোট আসে ভোট যায় কিন্তু কোন্নগরের (konnagar) কানাইপুর-নৈটি রোড নিয়ে সাধারণ মানুষের যন্ত্রণার কোনো সুরাহা হয় না। সাধারণ মানুষ ভালো রাস্তার বদলে পান শুধুই প্রতিশ্রুতি। বহু বছর ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে কোন্নগর স্টেশন থেকে পারডানকুনি পর্যন্ত গুরুত্বপূর্ণ নৈটি রোড। এই রাস্তা কোন্নগর স্টেশনের একদিকে জিটি রোড ও পারডানকুনি এর দিল্লি রোডের সংযোগকারী প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে নিত্যদিন বহু মানুষ যাতায়াত করে। কিন্তু মানুষের অসুবিধা দেখেও হুঁশ নেই প্রশাসনের।

একেই দীর্ঘদিন বেহাল ছিলই আবার গোদের উপর বিষফোঁড়া এখন রাস্তায় জলের লাইনের কাজ চলছে। তাতে আরো করুণ হয়েছে পরিস্থিতি। দীর্ঘদিন ধরে কাজ চললেও কবে তা শেষ হবে সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। এই বেহাল রাস্তা (Bad Road) দিয়ে যাতায়াত করতে প্রাণওষ্ঠাগত হয়ে উঠছে মানুষের। এলাকাতেই রয়েছে গুরুত্বপূর্ণ কানাইপুর হাসপাতাল। সেখানে রোগী আসতে যেতে সমস্যায় পড়ছে। যারা এই রাস্তায় টোটো বা অটো চালান তাঁরা জানাচ্ছে এই বেহাল রাস্তার কারণে প্রত্যেকদিন খারাপ হচ্ছে তাদের গাড়ি। রাস্তার পাশে যাঁদের বিভিন্ন ব্যবসা রয়েছে, এই বেহাল রাস্তার কারণে তাঁদের ব্যবসা মার খাচ্ছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে কেন বেহাল আর কবেই বা ঠিক হবে তার সঠিক উত্তর জানা নেই কারো।

এলাকার বাসিন্দা ইস্টবেঙ্গল ক্লাবের সচিব মানস রায় (Manas Roy) বলেন, “এই রাস্তা এখন সত্যি মানুষের কাছে লজ্জার। বাম আমলেও হয়তো খারাপ হতো কিন্তু এখনের মতো খারাপ হয়তো আগে কখনো হয়নি। সামনেই বিধানসভা ভোট এই নৈটি রোড খারাপের প্রভাব যে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের ভোটে পড়বে তা স্পষ্ট জানিয়ে দেন মানস রায়।

কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব (Acchelal Yadav) বলেন, তাঁদের জেলা পরিষদের বৈঠক হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ তারা শুধু প্রতিশ্রুতি পাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না। স্থানীয় বিজেপি দলের যুবনেতা রাজেশ রজক (Rajesh Rajak) বলেন, তাঁরা এই রাস্তা নিয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু তাতেও সুরাহা হয়নি। এর উত্তর মানুষ আগামী বিধানসভা ভোটে দিয়ে দেবে তৃণমূল প্রশাসনকে। তবে, বলাই যায় এই গুরুত্বপূর্ণ নৈটি রোড কবে সংস্কার হবে তার উত্তর অজানা সাধারণ মানুষের।

আরও পড়ুন-ব্যাঙ্কের অ্যাকাউন্টে ভূতুড়ে টাকা! তাজ্জব গ্রাহকরা

spot_img

Related articles

৭ ঘণ্টা সংযম দেখিয়েছে পুলিশ, বিকাশ ভবন থেকে অন্তঃসত্ত্বা-সহ কর্মীদের বের করাও পুলিশের কর্তব্য: শামিম-সুপ্রতীম

বিকাশ ভবনে চাকরিহারা বিক্ষোভকারীদের বিশৃঙ্খলার প্রতি ৭ ঘণ্টা সংযম দেখিয়েছে পুলিশ (Police)। কিন্তু যখন বিকাশ ভবনের কর্মীদের বাড়ি...

গম্ভীরের ইচ্ছাতেই টেস্ট অধিনায়ক হওয়ার পথে শুভমন গিল!

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। হিটম্যান অবসর নেওয়ার পর থেকে এই নিয়েই চর্চা...

ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুক্রবার রাজ্যের বিভিন্ন বিষয়ের ওপর বৃত্তিমূলক(Vocational) পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল...

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...