হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া কনফারেন্স’এ বক্তৃতা দেওয়ার ডাক মুখ্যমন্ত্রীকে

আমেরিকায় ছাত্রছাত্রীদের পরিচালিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) বার্ষিক ‘ইন্ডিয়া কনফারেন্স’এ (India Conference) বক্তৃতার আমন্ত্রণ পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren)। ২০২১-এর ফেব্রুয়ারিতে তাঁর ওই বক্তৃতা দেওয়ার কথা। তাঁর বক্তৃতার বিষয় ‘ঝাড়খণ্ডে জনজাতির অধিকার-উন্নয়ন-আদিবাসী কল্যাণ নীতি’।

‘ইন্ডিয়া কনফারেন্স’-এর ১৮তম বার্ষিকসভায় বক্তব্য রাখবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ‘ইন্ডিয়া কনফারেন্স’ বিশ্বের অন্যতম বড় আলোচনা চক্র। সোরেনকে আমন্ত্রণপত্রটি পাঠিয়েছেন হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র ফেলো সূরজ ইয়েঙ্গরে। লিখেছেন, “জনজাতির উন্নয়নে আপনার নেওয়া কর্মসূচি আমাদের মতো অনেককে গর্বিত করেছে। আপনার অন্তর্দৃষ্টি ও প্রশাসনিক দক্ষতা বহু মানুষকে আশাবাদী করেছে। বহুলাংশে শক্তিশালী করেছে গণতন্ত্রকে।”

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে,”মুখ্যমন্ত্রীকে হার্ভার্ড ইন্ডিয়া কনফারেন্সে ২০২১ সালের ফ্রেব্রুয়ারিতে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।”

রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha) জানিয়েছে, হেমন্ত সোরেন ‘ইন্ডিয়া কনফারেন্স’-এ আমন্ত্রণ পাওয়ায় দলীয় নেতৃত্ব উচ্ছ্বাসিত।

আরও পড়ুন-কাজ নেই স্বামীর, সন্তানকে পাশে বসিয়ে বাস চালাচ্ছেন পূজা

Previous articleনেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার, পথ অবরোধ ঠিকা শ্রমিকদের
Next articleভোট আসে ভোট যায়: কোন্নগরে রাস্তার বেহাল পরিস্থিতির পরিবর্তন হয় না