Thursday, December 18, 2025

কমেছে করোনা আক্রান্ত-মৃত্যুর সংখ্যা

Date:

Share post:

কিছুটা হলেও স্বস্তির খবর দেশবাসীর জন্য। দৈনিক করোনা (Covid 19) আক্রান্তের সংখ্যা ছ’মাসের মধ্যে সর্বনিম্ন হল ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে (India) ১৮ হাজার ৭৩২ জন সংক্রমিত হয়েছেন। মৃতের সংখ্যা ২৭৯ জন। পয়লা জুলাইয়ের পরে যা সবচেয়ে কম।

করোনা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে দিল্লিতে (Delhi)। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৬৫৫ জন। চার মাসের মধ্যে যা সর্বনিম্ন। দিল্লি পুলিশ (Delhi police) সূত্রে খবর, নিজেদের কর্মীদের খুব শীঘ্রই কোভিড ভ্যাকসিন (Covid vaccine) দিতে শুরু করবে। করোনার সম্ভাব্য প্রতিষেধক তৈরির লড়াইয়ে আশার আলো দেখাচ্ছে হায়দরাবাদ। এই মুহূর্তে দেশে যে যে সংস্থাগুলি প্রতিষেধক প্রস্তুত করার কাজে যুক্ত, তার মধ্যে পাঁচটিই এই শহরের। ভারত বায়োটেক (Bharat Biotech), বায়োলজিক্যাল ই লিমিটেড ও অরবিন্দ ফার্মার মতো সংস্থার প্রতিষেধক তৈরির প্রক্রিয়া বর্তমানে নানাবিধ পর্যায়ে রয়েছে। প্রতিষেধক উৎপাদনে চুক্তিবদ্ধ হয়েছে ডক্টর রেড্ডি’স ও হেটেরো ফার্মা। কোনও কোনও সংস্থা আবার প্রতিষেধক উৎপাদনের ক্ষমতাও বাড়িয়েছে। এদের মধ্যে ভারত বায়োটেক ছাড়া বেশ কয়েকটি সংস্থারই বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। তবে ভারত থেকে প্রতিষেধক রফতানি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

এরইমধ্যে করোনার নতুন ‘স্ট্রেন’ (Strain) পাওয়া গিয়েছে। তা চিহ্নিত করা ও সংক্রমণ আটকানোর কৌশল নিয়ে শনিবার আলোচনার হয়েছে জাতীয় টাস্ক ফোর্সের এক বৈঠকে। বৈঠকে হাজির ছিলেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব ও অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের সদস্যরা। সেখানে এক বিবৃতিতে বলা হয়েছে, ” নতুন প্রজাতির করোনাভাইরাসের রোধে পারস্পরিক দূরত্ববিধি, হাত পরিষ্কার রাখা বা মাস্ক পরার মতো নিয়ম মানলে এবং প্রতিষেধকের মাধ্যমে আটকানো যাবে।”

আরও পড়ুন-দিল্লিতে বসেও ভোটে জেতাতে পারেন, তাই তিনিই পাহাড়ের শেষ কথা, দাবি বিমল গুরুংয়ের

spot_img

Related articles

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...