বোলপুরে আজ প্রশাসনিক বৈঠক, কাল শাহের পাল্টা রোড-শো মমতার

লক্ষ্য একুশের নির্বাচন। তাই শীতের আমেজেও রাজ্যজুড়ে রাজনীতির উত্তাপ। সভা-পাল্টা সভা, মিছিল-পাল্টা মিছিল, অভিযোগ-পাল্টা অভিযোগে জমে উঠেছে রাজনীতির ময়দান। শাসক কিংবা বিরোধী, কেউ কাউকে একবিন্দু জমি ছাড়তে নারাজ। সেই আবহতেই আজ, সোমবার বীরভূমের
(Birbhum) বোলপুরে (Bolpur) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর আগামীকাল, মঙ্গলবার করবেন মেগা রোড-শো। অর্থাৎ, তাঁর ১০ বছরের শাসনকালে কাজের খতিয়ান যেমন সরকারিভাবে তুলে ধরবেন প্রশাসনিক বৈঠকে, ঠিক একইভাবে দলীয় কর্মসূচিতে বিজেপি (BJP) তথা বিরোধীদের জবাব দেবেন মমতা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আজ, সোমবার দুপুর ১টা নাগাদ বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে জেলা প্রশাসনের ওই বৈঠকে যোগ দেবেন মমতা। সেখানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের কর্তারা। দুয়ারে কর্মসূচি চলেছে। তার অগ্রগতির খোঁজ খবর নেবেন তিনি। এছাড়াও ভোটের মুখে জেলায় সরকারের একাধিক প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে। তবে সকলের নজর থাকবে মঙ্গলবার বোলপুরে মমতার কর্মসূচির ওপরেই। ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত হবে এই রোড-শো।

প্রসঙ্গত, গত সপ্তাহে বোলপুরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Sah) রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। সাংবাদিক সম্মেলন করে একাধিক তথ্য দিয়েছেন বাংলার “অনুন্নয়ন” নিয়ে। আজ, সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব দেবেন প্রশাসনিকভাবে। অন্যদিকে, গত ২০ ডিসেম্বর বোলপুরে একটি মেগা রোড-শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একপ্রকার সেই রোড শো-কে চ্যালেঞ্জ করেই মঙ্গলবার পাল্টা রোড-শো করতে চলেছেন তৃণমূল নেত্রী।

বোলপুরে অমিত শাহ’র রোড শো-তে ব্যাপক জমায়েত হয়েছিল। মঙ্গলবার সেই ভিড়কে ছাপিয়ে যাওয়ায় তৃণমূলের। কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী রোড শো নিয়ে জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কটাক্ষ করেছিলেন, বাইরে থেকে লোক এনে ভিড় বাড়ানো হয়েছ। ঝাড়খণ্ড, মুর্শিবাদ থেকে লোক আনা হয়েছে। জেলার লোক ছিল না! এবার জেলার লোককে নিয়েই আড়াই লাখ মানুষের রোড-শো করবে তৃণমূল, দাবি বীরভূম জেলা সভাপতির।

 

Previous article২৮ ডিসেম্বর, সোমবারের বাজার দর
Next articleচাঙ্গা হচ্ছে পর্যটন ব্যবসা! শুরু জয়চণ্ডী পাহাড় উৎসব, ডুয়ার্সে ট্যুরিজম কার্নিভাল ১২ই