মমতাকে নিয়ে গবেষণা করে ডক্টরেট

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Benarjee) নিয়ে পিএইচডি (Phd) করে ডিগ্রি পেলেন পূর্ব বর্ধমানের কালনার দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র। কৃষকের ছেলে রেজাউল ইসলাম মোল্লা (Rezaul Islam Molla) বিধানসভা নির্বাচনের আগে তাঁর গবেষণার পত্র মুখ্যমন্ত্রীর (Chief Minister) হাতে তুলে দিতে চান তিনি। পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের মানুষের কাছে তাঁর গবেষণার বিষয়টি তুলে ধরার বিষয়েও উদ্যোগী হয়েছেন রেজাউল। 2021-এর নির্বাচনে তাঁর গবেষণাপত্র (Research Paper) শাসকদলকে ‘মাইলেজ’ (Mileage) দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

পূর্ব বর্ধমানের কালনার (Kalna) হাতিপোতা গ্রামের বাসিন্দা রেজাউল ছাত্রাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন দেখেই সিদ্ধান্ত নেন নেতৃত্ব নিয়ে যদি রিসার্চ করতে হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই করবেন।

রেজাউল জানান, সাড়ে পাঁচ বছর ধরে গবেষণা কাজ চালিয়ে তাঁর মনে হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে তৃণমূলনেত্রীর (Tmc) যে চিন্তা-ভাবনা রয়েছে, তা অন্য নেতা-নেত্রীর মধ্যে দেখা যায় না। এ বিষয়ে দেশের অন্যান্য নেতা নেত্রীদের সম্পর্কেও তিনি লেখাপড়া করেছেন। ২১ ডিসেম্বর ইউজিসি-র (UGC) থেকে ফেলোশিপও (Fellowship) পেয়েছেন। গবেষণাপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পাশাপাশি সেটি বাংলায় এবং ইংরেজিতে বই আকারে প্রকাশ করারও ইচ্ছে রয়েছে রেজাউল।

 

Previous articleঅযোধ্যা পাহাড় থেকে পিকনিক করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৪, আশঙ্কাজনক ৫
Next articleআজ থেকে পরীক্ষামূলক করোনা টিকার প্রয়োগ শুরু