আজ থেকে পরীক্ষামূলক করোনা টিকার প্রয়োগ শুরু

করোনা(corona) টিকার পরীক্ষামূলক (vaccine started) প্রয়োগ শুরু হচ্ছে। আজ সোমবার থেকে দেশের চার রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি চালু হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(central health ministry) সূত্রে জানা গিয়েছে, অন্ধপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট এবং অসমের নির্দিষ্ট কিছু এলাকায় দুদিন ধরে চলবে ওই পরীক্ষা। টিকাকরণের পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে । তারপরে সকলের উপরেই প্রয়োগ করা হতে পারে এই টিকা।

পূর্ব ,পশ্চিম, উত্তর এবং দক্ষিণ -দেশের চারটি অংশের ৪ রাজ্যের ২টি করে জেলায় চলবে এই পরীক্ষা। প্রাথমিক পর্যায়ে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, পাঞ্জাবের লুধিয়ানা ও শহিদ ভগৎ সিং নগরে হতে চলেছে টিকার পরীক্ষামূলক প্রয়োগ।

করোনা টিকা হাতে এলে প্রথম ধাপে অন্তত ৩০ কোটি মানুষের টিকাকরণ (vaccination) হবে বলে কেন্দ্রের পরিকল্পনা‌ । তবে সবার প্রথমে টিকা দেওয়া হবে এক কোটি ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই চালাচ্ছেন এমন প্রায় ২ কোটি কর্মীকে। ধাপে ধাপে ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে।

আরো পড়ুনববি মুখ খুললেই তুলোধোনা করছেন শুভেন্দু

Previous articleমমতাকে নিয়ে গবেষণা করে ডক্টরেট
Next articleবছর শেষে আরও একটি মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করবে বিশ্ব