অযোধ্যা পাহাড় থেকে পিকনিক করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৪, আশঙ্কাজনক ৫

পুরুলিয়ার (Purulia) অযোধ্যা পাহাড় থেকে পিকনিক (Picnic) করে ফেরার পথে বাঁকুড়ার (Bankura) ছাতনার ভগবানপুর ৬০ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনার (Accident) বলি ৪ জন। আশঙ্কাজনক আরও ৫ জন। আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থায়ও সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতরা প্রত্যেকেই বাঁকুড়া সদর থানার বেলিয়া গ্রামের বাসিন্দা ও তাঁরা পুরুলিয়া। শিশু ও মহিলা-সহ মোট ৯ জন ছিলেন মারুতি ভ্যানে। উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি ট্রলার। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। দুমড়ে মুছড়ে যায় ট্রলার। পাল্টি খেয়ে রাস্তার ধারে খালে পড়ে যায় মারুতি ভ্যানটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধার করে স্থানীয়রাই দ্রুত হাসপাতালে পাঠান। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘাতক ট্রলারের চালক ও খালাসি পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।