Saturday, August 23, 2025

অরুণ জেটলির মূর্তি উন্মোচন, ফিরোজ শাহতে একমঞ্চে অমিত শাহ-সৌরভ

Date:

এই প্রথম এক মঞ্চে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। উপলক্ষ প্রয়াত ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির (Arun Jatley) মূর্তি উন্মোচন । তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজকের এই মঞ্চে অবস্থান নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অমিত শাহর পাশে সৌরভের আজকের এই এক মঞ্চে উপস্থিতি কি তাঁর রাজনৈতিক জীবনে পদার্পণের ইঙ্গিত (new innings of sourav)? বিজেপি (Bjp) সূত্রে খবর, দলের অন্দরে সৌরভকে নিয়ে ঠিক এই চিন্তাভাবনাই ঘোরাফেরা করছে। এমনকী সৌরভের ঘনিষ্ঠ মহল থেকেও একই প্রতিক্রিয়া পাওয়া গেছে।

এদিন দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে  (Firoj shah kotla stadium)এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানটি হয়। এদিন উপস্থিত ছিলেন জয় শাহ, বিজেপি নেতা অনুরাগ ঠাকুর প্রমূখ। সোমবার ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ৬৮ তম জন্মদিন। দীর্ঘদিন দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA) এর চেয়ারম্যান পদে ছিলেন জেটলি। ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলি ৬ ফুট দীর্ঘ একটি মূর্তি স্থাপিত হয়েছে। সেই মূর্তির আবরণ উন্মোচন হয় এদিন।

সোমবার ফিরোজ শাহ কোটলায় মূল অনুষ্ঠানের আগে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির স্মৃতিচারণ করেন অমিত শাহ। প্রয়াত মন্ত্রীর রাজনৈতিক জীবনের নানা সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নানা স্মৃতি তুলে ধরেন তিনি। এদিন অমিত শাহ বলেন, দেশের অর্থনীতিকে নতুন দিশা দিয়েছিলেন অরুণ জেটলি। ক্রিকেটের পরিকাঠামো তৈরি করেছিলেন তিনি। দেশের যুবকদের মধ্যে ক্রিকেট নিয়ে উৎসাহ তৈরি হয়েছে । আইপিএল নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব পেয়েছি উনার কাছে। কোনোদিন কোনও অবস্থাতেই সংসদের গরিমা ক্ষুন্ন করেননি প্রয়াত ও প্রাক্তন মন্ত্রী।

আরো পড়ুন-‘প্রতীচী’ কাণ্ড : মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি অমর্ত্য সেনের

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version