ভোটের আগে পুলিশ সুপার বদল ডায়মন্ড হারবার-বারাসতে। জেপি নাড্ডার কনভয়ে (Convoy) হামলার পরে ডায়মন্ড হারবার (Dimond Harbor) পুলিশ জেলার সুপার ভোলানাথ পাণ্ডেকে ডেপুটেশনে (Deputation) পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সে নির্দেশ মানতে রাজি নয় রাজ্য। এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি-কে (SP) পাঠানো হল এসপি হোমগার্ড (Home Guard)।

ডায়মন্ড হারবারের নতুন পুলিশ সুপার হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Benarjee)। তিনি আগে ছিলেন বারাসতে। আর বারাসত (Barasat) পুলিশ জেলার নতুন এসপি হচ্ছেন রাজনারায়ণ মুখোপাধ্যায় (Rajnayan Mukherjee)। তবে একে রুটিন বদলি বলে দাবি সরকারের।

আরও পড়ুন-ছোটা রাজনের নামে প্রকাশিত ডাকটিকিট, ডাক বিভাগের কাণ্ডে তাজ্জব গোটা দেশ
