দেশে করোনায় মৃতদের মধ্যে ৭০ শতাংশই পুরুষ, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

করোনাভাইরাস পুরুষদেরই বেশি ‘পছন্দ’ করে৷ এমন তথ্যই প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷

‘বিস্ময়কর’ এই তথ্যে কেন্দ্র জানিয়েছে, ভারতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ১.৪৭ লক্ষ মানুষ৷ তাঁর মধ্যে ৭০ শতাংশই পুরুষ৷ আরও আছে, করোনা আক্রান্ত হয়েছেন যত মানুষ, তারও ৬৩ শতাংশ পুরুষ৷ কেন্দ্র জানিয়েছে, করোনা তুলনামূলক ভাবে মহিলাদের উপর কম থাবা বসিয়েছে৷

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশভূষণ মঙ্গলবার জানিয়েছেন:

◾ভারতে করোনায় মৃত্যুর হার পুরুষদের মধ্যে অনেক বেশি, প্রায় ৭০ শতাংশ৷

◾আক্রান্তের মধ্যেও ৬৩ শতাংশ পুরুষ৷

◾মৃতদের মধ্যে ৪৫ শতাংশের বয়স ছিল ৬০ বছরের নিচে৷

◾করোনা আক্রান্তদের ৮০ শতাংশের বয়স ১৭ বছরের মধ্যে৷

◾১৩ শতাংশ ১৮-২৫ বছরের মধ্যে৷

◾৩৯ শতাংশ ২৬-৪৪ বছরের মধ্যে৷

◾২৬ শতাংশ ৪৫-৬০ বছরের মধ্যে৷

◾১৪ শতাংশ ৬০ বছরের উর্ধ্বে৷

পাশাপাশি নয়া করোনা স্ট্রেন নিয়ে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রথম থেকেই এই নয়া করোনার কড়া হাতে মোকাবিলা করতে হবে৷ এই ভাইরাসকে একাধিক চেইন আকারে সংক্রামিত হতে দেওয়া যাবে না৷

আরও পড়ুন- ভূমি রক্ষা কমিটি-তৃণমূলের জোড়া মিছিলে সরগরম কোচবিহার

Previous articleচেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ড্র করেও শীর্ষে হাবাসের দল
Next articleবোমাবাজিতে জখম বিজেপির মন্ডল সাধারণ সম্পাদক