Thursday, August 28, 2025

মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মেগা পদযাত্রা করলেন বোলপুরে (Bolpur?, একই দিনে নন্দীগ্রামে একটি অরাজনৈতিক রোড শো এবং সভা করেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। আর বোলপুরের (Bolpur) সভা থেকেই নাম না করে কার্যত শুভেন্দু-সহ দলত্যাগীদের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “টাকা দিয়ে বিজেপি (Bjp) পচা-ধচা বিধায়ক কিনছে”।

আরও পড়ুন – বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি, বহিরাগত দেখলেই নালিশ করুন: মমতা

দু’দিনের সফরে সোমবার বীরভূম গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রোড শো ও জামবুনিতে সভা। পূর্বসূচি অনুযায়ী এদিন প্রায় ৪ কিলোমিটার পদযাত্রা শেষে জামবুনিতে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান তিনি।

একুশের নির্বাচনের আগে রাজ্যে দলবদলের হিড়িক পড়ে গিয়েছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বোলপুরের সভা থেকে সেই প্রসঙ্গেই মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল নেতাদের দলত্যাগ প্রসঙ্গে বলেন, “বিজেপি টাকা দিয়ে তৃণমূলের পচা-ধচা বিধায়কদের কিনছে। ওতে আমাদের কোনও সমস্যা নেই। কর্মীরাই আসল সম্পদ।” গেরুয়া শিবিরের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শুভেন্দু অধিকারীকে নিশানা করেই বলে মত বিশেষজ্ঞ মহলের।

একুশের আগে এই ভাঙন তৃণমূলের উপর ঠিক কী প্রভাব ফেলবে তা নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। কিন্তু দলত্যাগীদের বিষয়ে প্রথম থেকেই গুরুত্ব দিতে নারাজ শাসকশিবির। দলনেত্রীও একই দাবি করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি টাকা দিয়ে নেতা এবং ভোট দুটোই কিনতে চাইছে। তিনি বলেন, “গরিব মানুষ বিজেপির টাকা নিয়ে নিন আর ভোটের বাক্সে ওদের বিদায় করুন”। আত্মবিশ্বাসী মমতা বলেন, “২১ আমাদের গর্ব, ’২১ আমাদের পথ দেখাবে”।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version