৪ জানুয়ারি থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

২০২১ এর ৪ জানুয়ারি থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (jadavpur University)। সপ্তাহে তিনদিন করে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দফতরে আসবেন। সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত স্বাভাবিক কাজের সময়ে় অফিসে হাজির থাকবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

করোনা অতিমারীর (Corona pandemic)পর থেকেই দেশ এবং রাজ্যজুড়ে লকডাউন শুরু হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে এবার স্বাভাবিক ছন্দ ফিরতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সপ্তাহে তিন দিন বিশ্ববিদ্যালয়ের কর্মীরা অফিসে আসবেন। পূর্ণ সময় অফিসে থাকবেন।

আরও পড়ুন:টাকা দিয়ে পচা-ধচা বিধায়ক কিনছে বিজেপি: কটাক্ষ মমতার

যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন এক্ষুনি ক্লাসরুমে শুরু হচ্ছে না। পড়াশোনা যেমন অনলাইনে (online class)চলছে তেমনি চলবে। পরীক্ষাও হচ্ছে অনলাইনেই। রাজ্য সরকারের নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের গোটা প্রক্রিয়াটি চলছে অনলাইনে। রাজ্য শিক্ষা দফতরের (West Bengal education department)বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত অন্যান্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনও জারি থাকবে অনলাইনে।

Previous articleটাকা দিয়ে পচা-ধচা বিধায়ক কিনছে বিজেপি: কটাক্ষ মমতার
Next article৩১ ডিসেম্বর রাতে শহরের কোথাও জমায়েতের অনুমতি নেই, জারি থাকবে ১৪৪ ধারা