Sunday, December 21, 2025

৩১ ডিসেম্বর রাতে শহরের কোথাও জমায়েতের অনুমতি নেই, জারি থাকবে ১৪৪ ধারা

Date:

Share post:

ভারতে করোনা (Coronavirus) সংক্রমণের নিরিখে প্রথম থেকে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র (Maharashtra)। এখনও দৈনিক সংক্রমণে ওই রাজ্য প্রথম পাঁচ নম্বরে। আর এই কারণেই বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে এবার ৩১ ডিসেম্বর রাতে মুম্বইয়ে কোনও উৎসব-জমায়েত করা যাবে না। সঙ্গে শহরে জারি থাকবে ১৪৪ ধারা। কার্ফু জারি থাকবে রাতে। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)।

মুম্বই পুলিশের ডিসি এস চৈতন্য জানিয়েছেন, “প্রতি বছর বর্ষবিদায় ও বর্ষবরণের রাতে মুম্বইয়ে বিশাল জমায়েত হয়। কিন্তু এ বার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা সম্ভব নয়। বাড়ির ছাদ, বার-রেস্তরাঁ, সমুদ্র সৈকত কোথাও পার্টি-জমায়েতের অনুমতিও দেবে না প্রশাসন। রাত্রিকালীন কার্ফু জারি রয়েছে, তার সঙ্গে জারি করা হচ্ছে ১৪৪ ধারা। চার জনের বেশি রাস্তায় বেরোতে পারবেন না। রাত ১১টার পরে গাড়ি নিয়ে যাতায়াত করা যাবে। তবে গাড়িতে চার জনের বেশি যাত্রী থাকা চলবে না।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry Of Home Affairs) সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গত ২৫ নভেম্বর যে কোভিড নির্দেশিকা জারি হয়েছিল, তা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। গত ২৫ নভেম্বরের নির্দেশিকায় বলা হয়েছিল, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যগুলি রাত-কার্ফু জারি করতে পারবে, ছোট কন্টেনমেন্ট জোন গড়ার উপরে জোর, কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন করা যাবে না, কর্মস্থলে বা সর্বজনীন এলাকায় মাস্ক না পরলে রাজ্য সরকার জরিমানা করতে পারবে। এই নির্দেশিকার মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন-মার্চের মধ্যে ১০ কোটি ‘কোভিশিল্ড’ উৎপাদনে সক্ষম হবে সেরাম : পুনাওয়ালা

spot_img

Related articles

একলাফে নামল পারদ, আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন! 

উষ্ণতার গ্রাম সামান্য উর্ধ্বমুখী হতেই শীতের আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে। শনিবারের ঘন কুয়াশার মাঝেই প্রায় ১৭...

রবিবাসরীয় ম্যারাথনে দুপুর পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের

ছুটির সকালে কলকাতার একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ। রবিবার ভোর থেকে দুপুরে একটা পর্যন্ত ম্যারাথনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ...

উর্দি গায়ে প্রতিবাদী শাশ্বত, আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশ্যে ‘হোক কলরব’ মোশন পোস্টার 

দৃপ্ত চোখ, হাতে জ্বলন্ত বোতল। রাজ চক্রবর্তীর ছবিতে ফের পুলিশ অফিসারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তবে কোনও...

‘এ জন্মেই পুনর্জন্ম’, উৎপল সিনহার কলম

ক্রুর ঝড় থেমে গ্যাছে , এখন আকাশ বড় নীল। গাছের সবুজ পাতা কেঁপে কেঁপে অত্যন্ত সুসম বিন্যাসে আবার...