অভিষেকের দক্ষিণ দিনাজপুরে সভায় হবে দু’লক্ষের বেনজির জমায়েত, দাবি তৃণমূলের

দক্ষিণ দিনাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) সভায় প্রায় দু’লক্ষ কর্মী-সমর্থক হাজির করার লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল (TMC)৷ আগামী ৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর (Gangarampur) স্টেডিয়ামের মাঠে জনসভা করবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক।

দিনকয়েক আগে জেলার পতিরাম এলাকায় জনসভা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্থানীয় মানুষের কথায়, ওই সভায় বিশাল ভিড় হয়।বিজেপির সেই সভাকে টেক্কা দিতে দু’লক্ষের জমায়েত করার টার্গেট জেলা তৃণমূলের৷

আরও পড়ুন:৩১ ডিসেম্বর রাতে শহরের কোথাও জমায়েতের অনুমতি নেই, জারি থাকবে ১৪৪ ধারা

মঙ্গলবার অভিষেকের সভাস্থল পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন। এর পরই তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস (Goutam Das) বলেছেন, “‘অতীতে এই জেলায় এত বড় সভার আয়োজন হয়নি। সাধারণ মানুষ যে তৃণমূলের সঙ্গেই রয়েছেন, অভিষেকের সভার ভিড় সে কথাই প্রমান করবে৷ প্রায় দু’লক্ষ কর্মী-সমর্থক হাজির করার লক্ষ্যে দলের প্রচার চলছে”। এদিকে জোর জল্পনা চলছে, অভিষেকের ওই সভাতেই তৃণমূল থেকে ইতিমধ্যেই বহিষ্কৃত কিছু নেতাকে দলে ফেরানো হতে পারে৷ ফেরানো হতে পারে হরিরামপুরের সোনা পাল, কুশমণ্ডির সুনির্মলজ্যোতি বিশ্বাসের মতো শাস্তিপ্রাপ্ত নেতাদের৷ এই নেতারা ফের তৃণমূলের মূলস্রোতে ফিরে এলে নিশ্চিতভাবেই জেলা রাজনীতির বিন্যাসই বদলে যাবে বলে রাজনৈতিক মহলের ধারনা৷

Previous article৩১ ডিসেম্বর রাতে শহরের কোথাও জমায়েতের অনুমতি নেই, জারি থাকবে ১৪৪ ধারা
Next articleমোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে কৃষক স্বার্থে জানুয়ারি থেকে আন্দোলনে আন্না হাজারে