Thursday, November 13, 2025

নন্দীগ্রামে পা রেখেই নিজেকে “হিন্দু ব্রাহ্মণ” বলে জাহির করলেন শুভেন্দু

Date:

তৃণমূল (TMC) ত্যাগের আগে শুভেন্দু ধর্মনিরপেক্ষ, সর্বধর্ম সমন্বয় ইত্যাদি কথাগুলি বলতেন, বিজেপিতে (BJP) যোগদানের পর সেই শুভেন্দুর মুখে ধর্মের কথা! দল বদলের পর গেরুয়া শিবিরে যোগদানের পর এই প্রথমবার বিজেপি নেতা হিসেবে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের (Nandigram) মাটিতে পা রাখলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। এবং সেখানে গিয়ে নিজেকে হিন্দু (Hindu) ব্রাহ্মণ বলে জাহির করলেন নব্য বিজেপি নেতা। তাঁর কথায়, “আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি আস্থা পালন করি। আবার যখন জনপ্রতিনিধি। তখন সেই দায়িত্বও সমানভাবে পালন করি।” নন্দীগ্রামের রোড শো থেকে স্পষ্ট বার্তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদিও শুভেন্দুর এদিনের এই কর্মসূচি ছিল অরাজনৈতিক।

আজ, মঙ্গলবার নন্দীগ্রামে (Nandigram) টেঙ্গুয়া থেকে নন্দীগ্রামবাজার পর্যন্ত পদযাত্রা করে তিনি যান জানকীনাথ মন্দিরে। শুভেন্দুর নন্দীগ্রামের পদযাত্রাতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় থেকে বাড়তি অক্সিজেন নিয়ে শুভেন্দু বলেন, “মন্ত্রিত্ব, বিধায়ক পদ, দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে এসেছি, মানুষ বরণ করেছে। বিধায়ক পদ ছাড়ার পর এসেছি, মানুষ বরণ করেছে। আমি বলতে চাই, আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি আস্থা পালন করি। আবার যখন জনপ্রতিনিধি। তখন সেই দায়িত্বও সমানভাবে পালন করি।”

যদিও বিজেপিতে যোগদানের পর নিজেকে হিন্দু ব্রাহ্মণ বলে জাহির করার মধ্যে রাজনৈতিক মহলের একাংশ বিষয়টিকে শুভেন্দুর ধর্মীয় রাজনীতির বার্তা বলে মনে করছেন। সংশ্লিষ্ট মহলের দাবি, সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের ধর্মীয় মেরুকরণ করতে চান শুভেন্দু। যেখান তিনি রাজনৈতিক সমীকরণ-এর জল মাপার চেষ্টা করছেন। এবং
তৃণমূল ছাড়ার পর নন্দীগ্রাম তাঁর জন্য সুবিধাজনক আসন কিনা সেটাও দেখে নিতে চাইছেন শুভেন্দু।

আরও পড়ুন:করোনার অতি সংক্রামক স্ট্রেন মিলল ৬ ভারতীয়র শরীরে

 

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version