রাজ্যগুলিকে বর্ষবরণের অনুষ্ঠানে সতর্ক নজরদারির নির্দেশ কেন্দ্রের

করোনার (Corona) নতুন স্ট্রেন (Strain) মিলতেই সতর্ক কেন্দ্র (Center)। বর্ষবরণের (New Year) অনুষ্ঠানে যাতে বেহিসেবি ভিড় না হয় সেজন্য সমস্ত রাজ্যকে (State) চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan)। চিঠিতে তিনি লেখেন, করোনা পরিস্থিতিতে নিউ ইয়ারের অনুষ্ঠান পালনে কড়া নজরদারি রাখতে হবে রাজ্যগুলিকে। এইসব অনুষ্ঠানের মাধ্যমে যাতে দ্রুত করোনা ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখার বিষয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছেন রাজেশ ভূষণ।

আরও পড়ুন:সাংসদ হিসেবেই সিএএ-র দাবি: মুকুলের পাশে বসে বললেন শান্তনু

এছাড়াও তিনি লন্ডন থেকে 7 জানুয়ারি পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার বিষয়টিও চিঠিতে জানান। একদিকে করোনার নতুন স্ট্রেন অপরদিকে বড়দিনে লাগামছাড়া ভিড়- দুটোই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই কারণে বর্ষবরণ অনুষ্ঠানে যাতে কোনরকম ঢিলেমি না হয় সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন।

Previous articleসৌরভকে রাজনীতিতে যোগ দিতে নিষেধ ‘কাকা’ অশোক ভট্টাচার্যের
Next articleঅধিকারীদের দলে থাকার পরিস্থিতি আর নেই: কণাদ দাশগুপ্তর কলম