এখনই সিডনি উড়ে যাচ্ছেন না রাহানে, পেনরা

এখনই তৃতীয় টেস্ট ( 3rd test) খেলতে সিডনি ( sydney) উড়ে যাচ্ছে না ভারত( india) এবং অস্ট্রেলিয়া ( Australia )। ৭ জানুয়ারি সিডনিতে তৃতীয় টেস্টে খেলতে নামবে দু দল। কিন্তু করোনার (covid19) প্রকোপ সিডনিতে বেড়ে যাওয়ায় এখনই সিডনিতে উড়ে যাচ্ছে না ভারত অস্ট্রেলিয়া।

৭ তারিখের ম‍্যাচের জন‍্য মেলবোর্নেই অনুশীলন সারছে দু দল। ঠিক করা হয়েছে তৃতীয় টেস্টের ৭২ ঘন্টা আগে সিডনি উড়ে যাবেন অজিঙ্কে রাহানে, টিম পেনরা। এই ব‍্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হলকি জানিয়েছেন, ম‍্যাচের ৭২ ঘন্টা আগে সিডনিতে পৌঁছাবে দু দল। সেখানে গিয়ে যাতে কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত না হয়ে পড়েন, সেই কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে তৃতীয় টেস্ট ম‍্যাচে দর্শক থাকবে কিনা তা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানালো ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন ওয়ার্নার

Previous articleশহরে ফের এক ট্যাক্সি চালকের সততার নজির
Next articleসাংসদ হিসেবেই সিএএ-র দাবি: মুকুলের পাশে বসে বললেন শান্তনু