Monday, November 10, 2025

ঘাসফুলকে টক্কর দিয়ে নবান্ন দখলের লড়াইয়ে ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচি বিজেপির

Date:

একুশের নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল(TMC)। পিছিয়ে নেই বিজেপিও। রাজ্যকে ‘সোনার বাংলা'(Sonar Bangla) হিসেবে গড়ে তোলার ডাক দিয়ে গিয়েছেন অমিত শাহ(Amit Shah)। সম্প্রতি এক জনসভায় তার দাবি, ‘পাঁচটা বছর সময় দিন সোনার বাংলা করে দেব।’ তবে প্রতিশ্রুতি দিলেই তো আর হবে না। কীভাবে গড়ে উঠবে বিজেপির স্বপ্নের সোনার বাংলা? তারই খোঁজ পেতে এবার মাঠে নামল গেরুয়া শিবির। বুধবার বিজেপির তরফে ‘লক্ষ্য সোনার বাংলা'(laksh Sonar Bangla) নামক এক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। আর এই কর্মসূচিকে হাতিয়ার করে রাজ্যের ২৯৪ টি কেন্দ্রে মানুষের দুয়ারে পৌছবে বিজেপির বিশেষ দল।

বিজেপি তরফে জানানো হয়েছে ১০ টি বিষয় নিয়ে ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচি শুরু করা হয়েছে। সেগুলি হল- সুশাসন, অর্থনীতি, দারিদ্র, কৃষকদের উন্নয়ন, পরিকাঠামো, যুব সমাজের কর্মসংস্থান, নারী নিরাপত্তা, সবকা সাথ সবকা বিকাশ, সাংস্কৃতিক উত্তরণ ও শিক্ষার নতুন দিশা। মোট ৪০ টি দল গঠন করা হয়েছে এই কর্মসূচি সফল করার লক্ষ্যে। এই দল রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রে মানুষের দোরে দোরে পৌছবে। জানুয়ারি মাসের মধ্যেই সফলভাবে শেষ করা হবে এই কর্মসূচি। সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছ থেকে এর মাধ্যমে মতামত চাইবে বিজেপি। বুধবার বঙ্গ বিজেপি সদর দপ্তরে ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও রন্তিদেব সেনগুপ্ত।

আরও পড়ুন:বিজেপি যোগের জল্পনার মাঝেই এবার সৌরভের জমি ফেরত নিচ্ছে রাজ্য

সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত বলেন, ‘পশ্চিমবঙ্গে কোন ভাবেই আমরা নেতিবাচক রাজনীতি করতে চাই না। এই কর্মসূচিকে হাতিয়ার করে রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছাব আমরা। বাংলার সার্বিক উন্নয়নের জন্য আমরা কী ভাবছি সেটা তুলে ধরব তাদের কাছে। পাশাপাশি তাদের ভাবনার বিষয় গুলি ও জানার চেষ্টা করবো আমরা।’

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version