প্রতিষ্ঠা দিবসে মা-মাটি-মানুষ ও তৃণমূল পরিবারকে কৃতজ্ঞতা মমতার

আজ, শুক্রবার ইংরেজি নববর্ষের (New Year) প্রথম দিন। ২৩ পেরিয়ে ২৪-এ পা দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। সেই উপলক্ষে সকালে পরপর দু’টি ট্যুইটে রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা-সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)

আরও পড়ুন:কী বলেছিলেন তিনি? ২০২১ নিয়ে নস্ট্রাদামুসের ভবিষ্যতবাণী কি মিলবে?

টুইটে তাঁর পোস্ট, “তৃণমূল ২৩ বছর পূর্ণ করার মুহূর্তে ১৯৯৮ সালে ১ জানুয়ারি আমাদের পথচলার দিনের কথা মনে পড়ছে। অপরিসীম সংগ্রামের মধ্যে দিয়ে কেটেছে এতগুলি বছর। কিন্তু, এই সময় ধরে আমরা মানুষের হয়ে সোচ্চার হওয়ার উদ্দেশ্যে ব্রতী থাকতে পেরেছি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আমি মা-মাটি-মানুষ ও তৃণমূলের সকল কর্মীদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তৃণমূল পরিবার আগামী দিনেও একই লক্ষ্যে এগিয়ে যাবে।”

Previous articleকী বলেছিলেন তিনি? ২০২১ নিয়ে নস্ট্রাদামুসের ভবিষ্যতবাণী কি মিলবে?
Next articleরাজধানী দিল্লির ১৫ বছরে শীতলতম নববর্ষ