৩০ শে জানুয়ারি রাজ্যে‌ আসছেন অমিত শাহ, জনসভা করবেন বনগাঁয়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(central home minister amit shah) ফের রাজ্যে আসছেন। বিজেপি (bjp)সূত্রে জানানো হয়েছে আগামী ৩০ শে জানুয়ারি তিনি রাজ্যে আসছেন। যাবেন বনগাঁয়, মতুয়া মহলে।

বিজেপি সূত্রে জানানো হয়েছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (shantanu Thakur) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দাবি জানিয়ে আসছিলেন। মূলত শান্তনু ঠাকুরের দাবি মেনেই কেন্দ্রীয় মন্ত্রী বনগাঁয় আসছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, বনগাঁয় মতুয়া মহলে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তাঁদের আশ্বস্ত করবেন অমিত শাহ। ২০২১- এ বাংলা দখলে গেরুয়া শিবিরের বিশেষ নজর মতুয়া মহলে। কারণ মতুয়া অধ্যুষিত বনগাঁ-রানাঘাট থেকে নিজেদের জনপ্রতিনিধি পেয়েছে বিজেপি। বনগাঁর বিজেপি সংসদ শান্তনু ঠাকুর তো মতুয়া প্রতিনিধিই। মতুয়াদের গড়ে যাতে বিধানসভা ভোটে বিজেপি ভালো ফল করতে পারে সেই কারণে মতুয়া মহলকে কাছে টানতে চাইছে কেন্দ্রের ক্ষমতাসীন দল।

আরো পড়ুন-সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রীর

Advt

Previous articleসৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রীর
Next articleঅসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভের পরিবারকে ফোন কৈলাস বিজয়বর্গীয়র, খোঁজ নিলেন অমিত শাহ