রবিবার থেকে শুরু সিপিএমের ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচি

একদিকে ‘দুয়ারে সরকার’, অন্যদিকে ”আর নয় অন্যায়’ তো আছেই, এবার বঙ্গ-রাজনীতিতে যুক্ত হচ্ছে ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’৷

বিধানসভা ভোটকে পাখির চোখ করে এবার রাজ্য ও দেশের পরিস্থিতি মানুষের কাছে তুলে ধরতে সিপিএম (CPM) চালু করছে, ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচি। আগামীকাল, রবিবার, ৩ জানুয়ারি কলকাতার ৭৫ ও ৭৬ নম্বর ওয়ার্ড থেকে যাত্রা শুরু ওই কর্মসূচির।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল (TMC) এবং বিজেপির ( BJP)
পাশাপাশি আসরে থাকতে চাইছে সিপিএমও।
সিপিএম সূত্রে খবর, ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম দফার এই কর্মসূচি। ঘরে ঘরে গিয়ে সিপিএম কর্মীরা বোঝাবেন দেশে কীভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, কীভাবে বেকাররা যন্ত্রণার মধ্যে রয়েছেন, তুলে ধরা হবে কেন্দ্রের বঞ্চনার কথা। পাশাপাশি কোন শ্রমিক ভাতা পাচ্ছেন না, কোন বাড়িতে কতজন বেকার, কোনও সরকারি সাহায্য পাচ্ছেন কিনা, কেন পাচ্ছন না, এই সব তথ্যও সংগ্রহ করা হবে। তরুণ প্রজন্মকে সামনে রেখে সিপিএম মানুষের সঙ্গে নতুনভাবে যোগাযোগ রাখতে চাইছে এই কর্মসূচির সাহায্যে ৷

পাশাপাশি, আগামী ১৮ জানুয়ারি ‘জেল ভরো ও আইন অমান্য কর্মসূচি’ পালন করবেন বাম সমর্থক-কর্মীরা। রাজ্য জুড়েই এই কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে বাংলার ট্যাবলোয় “সবুজসাথী”, যোগী রাজ্য দেখাবে রামমন্দির

Advt

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next article১০০ শতাংশ খাঁটি দার্জিলিং টি, চায়ের প্যাকেটে ব্র্যান্ড দিলীপ