Sunday, November 16, 2025

কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্রোক্তি নিশানায় কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। সিঙ্ঘু সীমানায় (Singhu) কৃষকদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে সমাবেশের ডাক দিয়েছেন বিদ্বজ্জন ও সংস্কৃতি জগতের একাংশ। এই ইস্যুতে ওই সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার বিবৃতি দেন শঙ্খ ঘোষ ( Shankha Ghosh)। তাঁর সেই অবস্থানকে বিদ্রুপ করেন বিজেপির রাজ্য সভাপতি (Bjp State President)।

কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়াতে রবিবার (Saturday) সুকান্ত সদনে সংহতি সমাবেশের আয়োজন করছেন নাট্যকার চন্দন সেনেরা (Chandan Sen)। আমন্ত্রণ জানানো হয় শঙ্খ ঘোষকে। কিন্তু সশরীরে উপস্থিত থাকতে না পারার কারণ জানিয়ে উদ্যোক্তাদের বার্তা পাঠান শঙ্খ ঘোষ। সেখানে তিনি লেখেন, “রাষ্ট্রশক্তির চাপিয়ে দেওয়া সর্বনাশা কৃষি আইন বাতিল করার দাবিতে গোটা দেশের কৃষক সমাজ কিছু দিন ধরে এক দুঃসাহসিক আন্দোলনে রত।

রাজনৈতিক দল-মত নির্বিশেষে, নেতা-কর্মী ছাত্র-যুবা শিল্পী-সাহিত্যিকদের সঙ্গে মিলিত ভাবে আমিও চাই যে, সর্বত ভাবে সফল হোক এই আন্দোলন”। তবে , শারীরিক কারণে তিনি ব্যক্তিগত ভাবে সেখানে উপস্থিত হতে পারবেন না বলেও জানিয়েছেন শঙ্খবাবু।

এর পরেই তাঁকে কটু কথা বলতে আসরে নামেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘এই সব লোকেদের ছবি অনেক দিন সংবাদমাধ্যমে দেখিনি আমরা। তাঁরা এখন ছবি তুলতে চাইছেন! তাঁদের যদি মনে হয়, নতুন কৃষি আইন কৃষক-বিরোধী, পশ্চিমবঙ্গের কৃষকদের কেন রাস্তায় নামার প্রয়োজনীতার কথা বোঝাচ্ছেন না? তাঁদের সঙ্গে ছবি তুলুন না! দিল্লি গিয়ে ছবি তুলছেন কেন?’’ সদ্যই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্পর্কে কুমন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। কিন্তু তিনি রয়েছেন একই রকম।

আরও পড়ুন : ১০০ শতাংশ খাঁটি দার্জিলিং টি, চায়ের প্যাকেটে ব্র্যান্ড দিলীপ

কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ জানুয়ারি শহরে ৮টি মিছিলের ডাক দিয়েছে কলকাতা (Kolkata) জেলা সিপিআইএম(Cpim)। গোলপার্ক, ধাপা, উল্টোডাঙা, শোভাবাজার, মহাজাতি সদন, খিদিরপুর মোড়, শৈলশ্রী সিনেমা হল এবং বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে ওই দিন মিছিল শুরু হবে।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version