ওড়িশার বিরুদ্ধে জয় চাইছেন ফাউলার

রবিবার আইএসএলে( isl) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( sc eastbengal)। প্রতিপক্ষ ওড়িশা এফসি( odisha fc)। বছরের প্রথম ম‍্যাচে দলের জয় চাইছেন লাল-হলুদ কোচ রবি ফাউলার( robbie fowler)।

শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির সঙ্গে ড্র করে ছিল লাল-হলুদ ব্রিগেড। তবে ওড়িশা এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন ফাউলার। এই মুহূর্তে ৭ ম‍্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে লাস্ট বয় ওড়িশা এফসি। তবে এসব নিয়ে ভাবতে নারাজ ফাউলার। কারন এই ওড়িশা এফসির বিরুদ্ধে জয় তুলতে কালঘাম ছুটেছিল এটিকে মোহনবাগানকে। তাই রবিবারের প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ লাল-হলুদ কোচ।

এদিকে শনিবার দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন নতুন বিদেশি ব্রাইট। তবে তাকে রবিবার ওড়িশার বিরুদ্ধে মাঠে নামাবেন কি না, তা পরিষ্কার করেননি ফাউলার। তবে ব্রাইটের খেলা নিয়ে আশাবাদী লাল-হলুদ কোচ।

এদিকে দলের ডিফেন্স মেরামতি করতে রাজু গায়কোড় এবং অঙ্কিত মুখোপাধ‍্যায়কে সই করালো ইস্টবঙ্গল। লাল-হলুদে দ্বিতীয়বার ব‍্যাক করে খুশি রাজু। অন‍্যদিকে লাল-হলুদের জার্সি পড়ে মাঠে নামতে মুখিয়ে অঙ্কিত।

আরও পড়ুন:আপনার শরীর ঠিক আছে তো? বেডে বসে মমতাকে প্রশ্ন সৌরভের

Advt

Previous articleআরও ২ কোম্পানি সিআরপিএফ আসছে দাবি সায়ন্তনের, গুরুত্বহীন বলল তৃণমূল
Next articleফেক আইডিতে উদয়ন গুহের ছবি জুড়ে টাকা দাবি, থানায় অভিযোগ