আরও ২ কোম্পানি সিআরপিএফ আসছে দাবি সায়ন্তনের, গুরুত্বহীন বলল তৃণমূল

‘রাজ্য সরকারের পুলিশ(Police) কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে সহযোগিতা করছে না। তাই আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। পিসির মন্দির কালীঘাটে সিআরপিএফ(CRPF) নিয়ে যাবে কেন্দ্রীয় এজেন্সি।’ শনিবার মালদা কলেজ অডিটোরিয়ামে পঞ্চায়েত জনপ্রতিনিধি সম্মেলনে গিয়ে এমনটাই দাবি করেলেন বিজেপি(BJP) নেতা সায়ন্তন বসু(Santanu Basu)।

আরও পড়ুন:আবেগপ্রবণ সোনু সুদ, পাঞ্জাবের একটি রাস্তার নামকরণ তাঁর মায়ের নামে

তবে বিজেপির ওই নেতারকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু বলেন, সায়ন্তন বসু ভুলভাল বলেন। সেই কারণে নিজের দলের কাছে শোকজ হয়েছেন। ওসব সিবিআই বা কেন্দ্রীয় বাহিনীর গল্প শুনিয়ে লাভ নেই। বিজেপির ক্ষমতা থাকলে রাজ্যপালকে দিয়ে বিশেষ অধিবেশন ডাকিয়ে অনাস্থা আনুক। সায়ন্তন বসুর কথার কোনও গুরুত্ব নেই।

Advt

Previous articleআবেগপ্রবণ সোনু সুদ, পাঞ্জাবের একটি রাস্তার নামকরণ তাঁর মায়ের নামে
Next articleওড়িশার বিরুদ্ধে জয় চাইছেন ফাউলার