Saturday, August 23, 2025

কারখানা না হওয়ার জন্য তৃণমূলকে দুষে সিঙ্গুরে শিল্প-প্রতিশ্রুতি মুকুল, লকেটের

Date:

বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরের (Singur) মাটিতে দাঁড়িয়ে টাটা কারখানা নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন বিজেপি সর্বভারতীয় নেতা মুকুল রায় (Mukul Roy)। ক্ষমতায় এলে সিঙ্গুরবাসী হয়ে প্রধানমন্ত্রী কাছে দরবার করে সিঙ্গুরে শিল্প প্রতিষ্ঠা করবেন বলে শনিবার সিঙ্গুর রেল গেট সংলগ্ন ময়দানে বিজেপির জনসভায় প্রতিশ্রুতি দেন মুকুল রায়। উপস্থিত ছিলেন হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায় (Goutam Chatterjee), জেলা ও রাজ্য নেতৃত্ব।

মুকুল রায় অভিযোগ করেন, “সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়ে বাংলাকে অন্ধকার করে দিয়েছে। তাই সিঙ্গুরে এলে নিজের পাপ বোধহয়”। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে (Amit Mitra) কটাক্ষ করে তিনি বলেন, শিল্প সম্মেলন করে যে টাকা খরচ করেছেন, রাজ্যে কটা শিল্প করেছেন? মুকুল রায় বলেন, সিঙ্গুরের মানুষ বিজেপি আসার অপেক্ষায় আছে।

পাশাপাশি, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন লকেট চট্টোপাধ্যায়। বলেন, এই সব এই কার্ডে রাজ্যে মানুষ কোনও সুবিধে পাবেন না। শিল্প নিয়ে সিঙ্গুরের মানুষের সঙ্গে বঞ্চনা করেছে তৃণমূল সরকার। সিঙ্গুরে এ্যগ্রোপার্ক নিয়ে কটাক্ষ করে বলেন, “সারা বাংলা জুড়ে এ্যগ্রোপার্ক তৈরি করলেও ক্ষমতায় আসবে না তৃণমূল। ভাঙন শুরু হয়েছে, উইকেট পড়ছে”।

তবে সিঙ্গুরবাসীর মতে, সেই সময় শিল্পের বিরোধিতা করা নেতা-নেত্রীরা এখন ক্ষমতা দখলের জন্য শিল্পের পক্ষে দিচ্ছেন।

আরও পড়ুন : সমতলের ময়দান ধরে রাখতে ফের অভিষেক-পিকের “ডেস্টিনেশন নর্থ বেঙ্গল”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version