Thursday, May 15, 2025

বিজেপিকে ‘ঠেঙিয়ে পগারপার’ করার নিদান অনুব্রতর, কী প্রতিক্রিয়া দিলীপের?

Date:

Share post:

বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ঘাসফুল শিবির (TMC) এবং গেরুয়া শিবির (BJP) একেবারে মুখিয়ে রয়েছে ‘যুদ্ধের’ জন্য। দু’পক্ষের নেতা-নেত্রীদের মধ্যে তো বাগযুদ্ধ লেগেই রয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ২ কেজির রুপোর মুকুট পরা নিয়ে ময়দানে নেমেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

শুক্রবার বীরভূমের নানুরে মিলন মেলায় যোগ দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। ওই মেলায় জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান অনুব্রতকে ২ কেজি ওজনের রুপোর মুকুট উপহার হিসাবে মাথায় পরিয়ে দেন। শনিবার সেই মুকুট নিয়েই অনুব্রত মণ্ডলকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে টালা পার্কে (Tala park) ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন দিলিপ। নাম না করে তাঁর কটাক্ষ, “অনেকে ধরে নিয়েছেন, আর তো রাজা বা মন্ত্রী হওয়া যাবে না, তাই কেউ কেউ মুকুট পরছেন।”

গতকাল মিলন মেলার অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে বিজেপিকে তোপও দেগেছিলেন অনুব্রত। গেরুয়া শিবিরকে ঠেঙিয়ে পগারপার করার নিদান দিয়েছিলেন তিনি। বলেছিলেন, “সামনে ভোট আমি তো বলে দিলাম ঠেঙিয়ে পগারপার করে দিন। এটা আসলে গ্রামের ভাষা। রহিম চৌধুরী, স্বরাজ, করিম, বাপ্পাকে যদি কেউ খবর দেয় তবে বলবে ঠেঙিয়ে পগারপার করে দাও। সেটাই বললাম।” এদিন তারও পালটা জবাব দেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি। তিনি বলেন, “ওখানকার লোকেরা এর জবাব দিয়ে দেবে।”

আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার দাদার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ভাই সৌমেন্দু অধিকারী। এখন কি তাহলে শিশির কিংবা দিব্যেন্দু অধিকারীও যোগ দেবেন বিজেপিতে? সেই নিয়ে চলছে জোর জল্পনা। এ বিষয়ে জল্পনা জিইয়ে রেখে এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, “ওঁরা দু’জনেই সাংসদ, আসতেই পারেন। আমরা সবার জন্য দরজা খুলে রেখেছি।”

আরও পড়ুন-তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গুলি, আহত সবজি বিক্রেতা

Advt

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...