বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ঘাসফুল শিবির (TMC) এবং গেরুয়া শিবির (BJP) একেবারে মুখিয়ে রয়েছে ‘যুদ্ধের’ জন্য। দু’পক্ষের নেতা-নেত্রীদের মধ্যে তো বাগযুদ্ধ লেগেই রয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ২ কেজির রুপোর মুকুট পরা নিয়ে ময়দানে নেমেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

শুক্রবার বীরভূমের নানুরে মিলন মেলায় যোগ দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। ওই মেলায় জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান অনুব্রতকে ২ কেজি ওজনের রুপোর মুকুট উপহার হিসাবে মাথায় পরিয়ে দেন। শনিবার সেই মুকুট নিয়েই অনুব্রত মণ্ডলকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে টালা পার্কে (Tala park) ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন দিলিপ। নাম না করে তাঁর কটাক্ষ, “অনেকে ধরে নিয়েছেন, আর তো রাজা বা মন্ত্রী হওয়া যাবে না, তাই কেউ কেউ মুকুট পরছেন।”

গতকাল মিলন মেলার অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে বিজেপিকে তোপও দেগেছিলেন অনুব্রত। গেরুয়া শিবিরকে ঠেঙিয়ে পগারপার করার নিদান দিয়েছিলেন তিনি। বলেছিলেন, “সামনে ভোট আমি তো বলে দিলাম ঠেঙিয়ে পগারপার করে দিন। এটা আসলে গ্রামের ভাষা। রহিম চৌধুরী, স্বরাজ, করিম, বাপ্পাকে যদি কেউ খবর দেয় তবে বলবে ঠেঙিয়ে পগারপার করে দাও। সেটাই বললাম।” এদিন তারও পালটা জবাব দেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি। তিনি বলেন, “ওখানকার লোকেরা এর জবাব দিয়ে দেবে।”

আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার দাদার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ভাই সৌমেন্দু অধিকারী। এখন কি তাহলে শিশির কিংবা দিব্যেন্দু অধিকারীও যোগ দেবেন বিজেপিতে? সেই নিয়ে চলছে জোর জল্পনা। এ বিষয়ে জল্পনা জিইয়ে রেখে এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, “ওঁরা দু’জনেই সাংসদ, আসতেই পারেন। আমরা সবার জন্য দরজা খুলে রেখেছি।”


আরও পড়ুন-তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গুলি, আহত সবজি বিক্রেতা
