একটানা শীতের পথ রোধ করল পশ্চিমী ঝঞ্ঝা। ফলে শীতের কনকনানি কিছুটা কমবে। বাড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ভোর ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ।

জম্মু-কাশ্মীরের উত্তুরে হাওয়ার পথ থমকে গেছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ-পূর্ব ভারতে দুর্যোগের পূর্বাভাস তৈরি হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমেই বাড়ছে। যদিও মকর সংক্রান্তির আগে আবার দাপট দেখাতে পারে শীত এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিক। শনিবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ বজায় থাকলেও কনকানি ভাব কমে যাবে। তাপমাত্রার এই পরিবর্তন আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে বলে জানান জানানো হয়েছে।

আরো পড়ুন-কৃষকদের আন্দোলনের পাশে শঙ্খ, বিদ্রুপ দিলীপের