Saturday, November 15, 2025

তৃতীয় টেস্টের আগে কোয়ারেন্টাইনে রোহিত, শুভমনরা, জৈব সুরক্ষা বলয় বিতর্কে ক্রিকেটারদের পাশে দাড়াল বিসিসিআই

Date:

তৃতীয় টেস্ট ( 3rd test) শুরু হতে বাকি কয়েক দিন। তার আগেই বিতর্কের কালো মেঘ ভারতীয় দলে( india)। ভারতীয় দলের পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে কোভিড ( covid 19) বিধি ভাঙার অভিযোগ তুলল ক্রিকেট অস্ট্রেলিয়া ( Cricket Australia )।

রোহিত শর্মা (Rohit sharma), ঋষভ পন্থ ( Rishabh panth), শুভমন গিলদের ( shubhman gill) বিরুদ্ধে অভিযোগ এরা না কি জৈব সুরক্ষা বলয়ের প্রটকোল ভেঙে রেস্তোরাঁয় লাঞ্চ করতে যান। এই অভিযোগ করা ভারতীয় দলের পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। মেলবোর্নে এক রেস্তোরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন রোহিত শর্মা, পৃথ্বী শা, ঋষভ পন্থ, শুভমন গিল, নভদীপ সাইনিরা। সেখানে নভলদীপ সিং এক ভক্ত তাদের দেখে উল্লসিত হয়ে পড়ে। ক্রিকেটারদের লাঞ্চের বিলও মেটান তিনি। ক্রিকেটাররা যে লাঞ্চ করছিলেন সেই ছবি নিজের টুইটারে পোস্ট করেন নভলদীপ। আর সেই ছবি পোস্ট করতেই নিমিষে ভাইরাল হয়ে যায়। রোহিত, শুভমনরা না কি জৈব সুরক্ষা বলয়ের প্রটকল ভঙ্গ করছেন, সেই ছবি দেখে এমনই অভিযোগ করেন ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপরই ভারতীয় দলের ওই পাঁচ ক্রিকেটারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে তারা অনুশীলন করতে পারবে বলে জানানো হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া তরফ থেকে জানানো হয়, ওই ছবির ওপর ভিত্তি করেই না কি তদন্ত করছে বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়ার এই অভিযোগ উড়িয়ে দেয় বিসিসিআই। ভারতীয় বোর্ডের এক কর্তা এদিন বলেন, ” বিসিসিআই কোন তদন্ত করছে না। ভারতীয় ক্রিকেটাররা কোন জৈব সুরক্ষা বলয়ের প্রটোকল ভাঙেনি বলে জানান তিনি।

আরও বলেন:সৌরভ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হবেন, এই কামনায় মহাযজ্ঞ শিলিগুড়িতে

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version