Friday, November 14, 2025

যোগীরাজ্যে পঞ্চায়েত প্রধান এক পাকিস্তানি! খবর সামনে আসতেই তোলপাড়

Date:

একেই বলে বজ্র আঁটুনি ফস্কা গেরো! অপছন্দের লোকদের কথায় কথায় পাকিস্তানে চলে যাওয়ার নিদান দেয় যে ভারতীয় জনতা পার্টি, তার শাসনক্ষমতায় থাকা রাজ্যেই কিনা নির্বাচিত পঞ্চায়েত প্রধান এক পাকিস্তানি মহিলা (Pakistani lady)! বিজেপি (bjp) শাসিত উত্তরপ্রদেশের (uttar pradesh) এটাহ জেলার ঘটনা। আর এই খবর সামনে আসতেই চূড়ান্ত অস্বস্তিতে যোগীরাজ্যের পুলিশ-প্রশাসন। বৈধ কাগজপত্র না দেখিয়েও কীভাবে ও কাদের মদতে আধার আর ভোটার কার্ড করিয়ে পাকিস্তানের নাগরিক পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন, তা ভেবে কূলকিনারা পাচ্ছে না প্রশাসন।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এটাহ জেলার গুয়াদাউ গ্রামের পঞ্চায়েত প্রধান আদতে একজন পাকিস্তানি মহিলা। নাম বানো বেগম। কীভাবে ঘটে গেল এই ঘটনা?‌ ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে এদেশে থাকার পর কীভাবে তিনি আধার কার্ড বা ভোটার কার্ড পেলেন?‌ এখনও তার শিকড়ে পৌঁছতে পারেনি পুলিশ। আশঙ্কা, এর পিছনে বড়সড় চক্র কাজ করছে। যোগী আদিত্যনাথ সরকার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, ৩৫ বছর আগে ভিসা নিয়ে ভারতে এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন বানো বেগম নামে ওই মহিলা। সেখানে আখতার আলি নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর। ভিসা নিয়েই তিনি থাকছিলেন একসঙ্গে। নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন। ২০১৫ সালের পঞ্চায়েত নির্বাচনে জিতে গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। পাঁচ বছর পর তৎকালীন পঞ্চায়েত প্রধানের মৃত্যুর পর বানোই অন্তবর্তী প্রধান হন। ‘‌গ্রামপ্রধান একজন পাকিস্তানি’‌, এই অভিযোগ নিয়ে গ্রামেরই এক বাসিন্দা থানায় পুলিশের দ্বারস্থ হন। আর সেখান থেকেই বিষয়টি প্রকাশ্যে আসে। এই খবর প্রশাসনের কাছে যাওয়ার পরই পঞ্চায়েত প্রধানের পদ থেকে বানোকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করতে নেমেছেন জেলার পঞ্চায়েতিরাজ অফিসার অলোক প্রিয়দর্শী এবং জেলাশাসক শুক্লা ভারতী। প্রিয়দর্শী বলেন, জালিয়াতি ও তথ্য গোপন করেই ওই মহিলা আধার কার্ড এবং ভোটার কার্ড পেয়েছেন। যাঁরা তাঁকে সাহায্য করেছেন, ধরা পড়লে তাঁদেরও কড়া শাস্তি দেওয়া হবে, ছাড়া পাবেন না কেউই।

আরও পড়ুন-রবিবারের সকালে ফুরফুরায় গিয়ে আব্বাসের সঙ্গে বৈঠকে ওয়েসি

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version