অধিকারীদের ‘মোকাবিলা’য় গুরুত্বপূর্ণ রদবদল পূর্ব মেদিনীপুর যুব তৃণমূলে

পূর্ব মেদিনীপুর যুব তৃণমূলে(tmc) রদবদল ঘটালেন সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়( Abhishek Banerjee )শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূলের সভাপতি পার্থসারথি মাইতিকে রাজ্য সংগঠনের সহ-সভাপতি পদে আনা হল। আর ওই পদে পাঠানো হয়েছে প্রদেশ যুব তৃণমূলের সহ-সভাপতি সুপ্রকাশ গিরিকে৷ বিধায়ক অখিল গিরির পুত্র সুপ্রকাশ এখন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূলের সভাপতি হলেন৷

২০২০ সালের ২৩ জুলাই পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি পদ থেকে সুপ্রকাশকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিলো পার্থসারথি মাইতিকে। পাঁচ মাসের মধ্যেই ফের সুপ্রকাশকে জেলা যুব সভাপতি পদে আনা হল। তাঁর জায়গায় যুব তৃণমূলের রাজ্য কমিটিতে
গেলেন পার্থসারথিকে।
পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল রাজনীতিতে
অধিকারীদের বিরোধী বলেপরিচিত সুপ্রকাশ ও পার্থসারথি ৷

আরও একটি বদল ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সংগঠনে৷ হলদিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আসগর আলিকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতির পদ আনা হয়েছে। এই আসগর জেলা রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। বিজেপি নেতা শুভেন্দু হলদিয়ার বেশ কিছু কাউন্সিলরকে পদ্ম পতাকার তলায় আনতে সফল হলেও, আসগর কিন্তু থেকে গিয়েছেন তৃণমূলেই। সম্ভবত, তার পুরস্কার হিসেবেই আসগরকে বড় পদে আনা হয়েছে৷

আরও পড়ুন:নয়া রেকর্ড ভারতের, ফের চিনকে টপকে গেল

Advt

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleসারদা মায়ের জন্মতিথি, যুব উৎসবেও বেলুড় মঠে ভক্তদের প্রবেশাধিকার নেই