Thursday, December 4, 2025

মমতাকে ব্যঙ্গ কৈলাসের, কড়া জবাব তৃণমূলের মহিলা জন প্রতিনিধিদের

Date:

Share post:

ফের মহিলা হিসেবে বিজেপির আক্রমণের শিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূলের মহিলা জনপ্রতিনিধিরা। বীরভূম (Birbhum) সফর সেরে ফেরার পথে গত বুধবার আচমকা ‌বল্লভপুরডাঙা গ্রামে হাজির হন মুখ্যমন্ত্রী। সেই গ্রামের এক চায়ের দোকানে গিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলতে বলতে রান্নায় হাত লাগান মমতা। খুন্তি হাতে বড় কড়াইয়ে আলু-বরবটির তরকারি নাড়তে শুরু করে দেন। সেই ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি–র সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya)। নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handle) লেখেন, ‘”যে কাজ দিদিকে ৫ মাস পরে করতে হবে, সেই কাজ তিনি এখন থেকেই শুরু করে দিয়েছেন”। শুধু টুইট করা নয়, ওই টুইট নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে ‘‌পিন্‌ড’‌ করেছেন তিনি। যাতে তাঁর প্রোফাইলের প্রথমে ওই টুইটটি সকলে দেখতে পায়। সেই টুইটের দু’‌দিন পরে টুইটে জবাব দেয় তৃণমূল শিবির।

তৃণমূলের দুই মহিলা সাংসদ এবং এক মন্ত্রী টুইট করে অভিযোগ করেন কৈলাসের টুইটে শুধু মমতা নন, ভারতীয় নারীরা অপমানিত করা হয়েছে।

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, “আপনি যদি একজন নারী হন এবং রাজনীতিতে যোগ দিতে চান তবে জেনে রাখুন আমাদের দেশের বিজেপি নারীবিদ্বেষ নিয়ে জর্জরিত। তাঁরা নারীদের রান্নাঘরে পাঠানোর চেষ্টা করছেন। এটা আমরা ভাবতেই পারছি না যে কৈলাস বিজয়বর্গীয়র পরিবারের মহিলাদের সম্মান কতটা কম”।

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) সরাসরি বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষককে আক্রমণ করে লেখেন, “কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য সম্পূর্ণ নারীবিদ্বেষী। নারীদের অপমানের সব মাত্রা অতিক্রম করেছে বিজেপি। ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকেই ফের আক্রমণ করে কুকথা বলেছে বিজেপি। লজ্জাজনক”।

রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) লেখেন, “নিজেদের আসল রং আবার দেখিয়ে দিল বিজেপি (Bjp)। কৈলাস বিজয়বর্গীয়র টুইট থেকে স্পষ্ট যে ভারতের একমাত্র মহিলা মু্খ্যমন্ত্রীর প্রসঙ্গে তাঁরা কী ভাবেন। এটা ফের প্রমাণিত হল যে আমাদের মহিলারা বিজেপি–র শাসনে নিরাপদে নেই”। পাল্টা নরেন্দ্র মোদিকে আক্রমণ করে শশী পাঁজা লেখেন, “আপনাদের সংকীর্ণতার সমালোচনা করার আগে এটা মনে করিয়ে দিই যে আপনাদের প্রভু একজন চাওয়ালা”।

যদিও রাজ্য বিজেপি–র প্রশ্ন কেন ঘটনার দু’‌দিন পরে প্রতিক্রিয়া দিল তৃণমূলের ব্রিগেড।

আরও পড়ুন-‘স্বাস্থ্যসাথী’তে ভরসা রাজ্যবাসীর, ২১দিনে ২ কোটি টাকার চিকিৎসা

Advt

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...