রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে শুরু হল শ্রমিক মেলা

প্রিয়াঙ্কা সেনগুপ্ত 

রাজ্য সরকারের (West Bengal government) উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে(West midnapore) আজ থেকে শুরু হল শ্রমিক মেলা ২০২১(shramik mela 2021)। মেদিনীপুর শহরের বার্জটাউন মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে।রবিবার ও সোমবার এই দুই দিন মেলা চলবে।
এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র(Soumen Mahapatra)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শ্রম দফতরের কর্মাধ্যক্ষ প্রতিভা মাইতি।

এই শ্রমিক মেলাতে জেলার সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের শ্রম আইন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার অন্তর্ভুক্ত বিভিন্ন সুযোগ সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।সেই সঙ্গে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আওতাভুক্ত শ্রমিকদের বিভিন্ন প্রকার সরকারি সুযোগ-সুবিধা প্রদান সম্পর্কে অবহিত করা হয়।

 

Previous article‘গান্ধীজির হত্যাকারীরা তাহলে কোন ধর্মের?’ ভাগবতকে পাল্টা বিঁধলেন ওয়েইসি
Next articleনর্থইস্ট এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় এটিকে মোহনবাগানের