Tuesday, August 26, 2025

সপ্তম দফা বৈঠকে বসতে চলেছে কেন্দ্র এবং কৃষক সংগঠন। এর অগে  ছ’বার কেন্দ্র-কৃষক আলোচনায়  বসলেও এখনও অবধি মেলেনি কোন রফাসূত্র। আজ, সোমবার, সপ্তম বারের জন্য কৃষকদের দাবি নিয়ে তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। মূলত দু’টি দাবি নিয়ে বৈঠক হতে চলেছে। এই দুই দাবির মধ্যে একদিকে যেমন রয়েছে কৃষি আইন বাতিল করার মত দাবি, তেমনই রয়েছে ন্যূনতম সহায়ক মূল্যের (Minimum Support Price) আইনি স্বীকৃতি দেওয়ার দাবিও। মূলত এই জোড়া ফলায় সরকারের উপর চাপ বাড়ানোর লক্ষ্য কৃষক সংগঠনগুলির।

গত সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন নিয়ে বিগত প্রায় দেড় মাস ধরে দিল্লির বিভিন্ন সীমানায় চলছে কৃষক আন্দোলন (Farmers’ Protest)। দেশের নানা জায়গা থেকে আসা লক্ষ লক্ষ কৃষক তাতে শামিল। তাঁদের দাবি, অবিলম্বে, ‘কৃষক বিরোধী’ তিনটি আইনই প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে। গত ৩০ ডিসেম্বর হওয়া ষষ্ঠ দফার বৈঠকে কৃষকদের চারটি দাবির মধ্যে দুটি দাবি নিয়ে মধ্যস্থতায় আসা গিয়েছে বলে দাবি করেছিল সরকার। এর মধ্যে অন্যতম ছিল সংশোধিত বিদ্যুৎ বিল (Electricity Amendment Bill)  প্রত্যাহার ও খড়কুটো জ্বালানো (Stubble Burning)  নিয়ে এয়ার কোয়ালিটি কমিশনের (Air Quality Commission) আনা অর্ডিন্যান্স (Ordinance) প্রত্যাহারের মত দাবি। তবে এখনও অবধি দু’পক্ষের মধ্যে যে সমস্ত বৈঠক হয়েছে, তাতে কৃষি আইন প্রত্যাহার যে কোনও মতেই সম্ভব নয়, তা বুঝিয়ে দেওয়া হয়েছে আন্দোলনরত কৃষকদের। এছাড়া ন্যূনতম সহায়ক মূল্যকে যে আইনি স্বীকৃতি দেওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে এখনও। এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

আরো পড়ুন-কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, করোনা রোধে কোনটি বেশি কার্যকরী?

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version