Sunday, November 9, 2025

সপ্তম দফা বৈঠকে বসতে চলেছে কেন্দ্র এবং কৃষক সংগঠন। এর অগে  ছ’বার কেন্দ্র-কৃষক আলোচনায়  বসলেও এখনও অবধি মেলেনি কোন রফাসূত্র। আজ, সোমবার, সপ্তম বারের জন্য কৃষকদের দাবি নিয়ে তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। মূলত দু’টি দাবি নিয়ে বৈঠক হতে চলেছে। এই দুই দাবির মধ্যে একদিকে যেমন রয়েছে কৃষি আইন বাতিল করার মত দাবি, তেমনই রয়েছে ন্যূনতম সহায়ক মূল্যের (Minimum Support Price) আইনি স্বীকৃতি দেওয়ার দাবিও। মূলত এই জোড়া ফলায় সরকারের উপর চাপ বাড়ানোর লক্ষ্য কৃষক সংগঠনগুলির।

গত সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন নিয়ে বিগত প্রায় দেড় মাস ধরে দিল্লির বিভিন্ন সীমানায় চলছে কৃষক আন্দোলন (Farmers’ Protest)। দেশের নানা জায়গা থেকে আসা লক্ষ লক্ষ কৃষক তাতে শামিল। তাঁদের দাবি, অবিলম্বে, ‘কৃষক বিরোধী’ তিনটি আইনই প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে। গত ৩০ ডিসেম্বর হওয়া ষষ্ঠ দফার বৈঠকে কৃষকদের চারটি দাবির মধ্যে দুটি দাবি নিয়ে মধ্যস্থতায় আসা গিয়েছে বলে দাবি করেছিল সরকার। এর মধ্যে অন্যতম ছিল সংশোধিত বিদ্যুৎ বিল (Electricity Amendment Bill)  প্রত্যাহার ও খড়কুটো জ্বালানো (Stubble Burning)  নিয়ে এয়ার কোয়ালিটি কমিশনের (Air Quality Commission) আনা অর্ডিন্যান্স (Ordinance) প্রত্যাহারের মত দাবি। তবে এখনও অবধি দু’পক্ষের মধ্যে যে সমস্ত বৈঠক হয়েছে, তাতে কৃষি আইন প্রত্যাহার যে কোনও মতেই সম্ভব নয়, তা বুঝিয়ে দেওয়া হয়েছে আন্দোলনরত কৃষকদের। এছাড়া ন্যূনতম সহায়ক মূল্যকে যে আইনি স্বীকৃতি দেওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে এখনও। এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

আরো পড়ুন-কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, করোনা রোধে কোনটি বেশি কার্যকরী?

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version