শতাধিক পরিযায়ী পাখির রহস্যমৃত্যু, হিমাচল প্রদেশের পং দাম লেক থেকে উদ্ধার দেহ

শতাধিক পরিযায়ী পাখির মৃত্যুতে ছড়িয়েছে রহস্য। হিমাচল প্রদেশের বিখ্যাত পং দাম লেকে ভাসতে দেখা গেছে পাখিদের মৃতদেহগুলি। ধামেতা ও নাগরোটার জঙ্গলের কাছে এইসব পাখির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে মৃত্যু হল, তা জানতে দেহ গুলি থেকে সংগ্রহ করা হয়েছে নমুনা।

হামিরপুর ডিভিশনের ডেপুটি কনজারভেটর রাহুল রোহানে জানিয়েছেন, পাখিগুলির যে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেগুলি ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হবে। দু’দিনের মধ্যে ভাইরাল, ব্যাকটিরিয়াল ও প্যাথোজেন টেস্টের রিপোর্ট পাওয়া যাবে। তার আগে পাখির মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

এই পাখিগুলি আসলে ‘বার হেডেড গিজ’। হিমাচলের এই এলাকায় সাধারণত সাইবেরিয়া ও মঙ্গোলিয়া থেকে আসে এই প্রজাতির পরিযায়ী পাখি। প্রত্যেক বছর শীতে ১.১৫ থেকে ১.২০ লক্ষ পরিযায়ী পাখি আসে এই পং দাম লেকে। আপাতত প্রশাসনের তরফে লেকের আশেপাশে পর্যটকদের যাতায়াতে জারি হয়েছে নিষেধাজ্ঞা।