Saturday, August 23, 2025

পুজো দেবেন, ডুয়ার্সে ৫০০ কিলোমিটার চষে ফেলবেন অভিষেক, উদ্দীপ্ত তৃণমূল

Date:

 

কিশোর সাহা

এবার লক্ষ্য ডুয়ার্স। মঙ্গলবার তৃণমূলের সাংসদ তথা দলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee)-পিকে (Prasant Kishor)জুটি শিলিগুড়ি (Siliguri) থেকে সেবক (Sebak), মালবাজার (Malbazar), চালসা, বানারহাট হয়ে যাবেন হাসিমারায় (Hashimara)। সেখানে মন্দিরে পুজো দেবেন। ডুয়ার্সের নেতা কর্মীদের সঙ্গে কথা বলবেন। রাস্তায় পরিস্থিতি সরেজমিনে দেখবেন।

বিকেলের মধ্যে পৌঁছবেন আলিপুরদুয়ার(Alipurduwar)। সেখানে সার্কিট হাউসে দলের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করার কথা। সূত্রের খবর, ওখানেই আলিপুরদুয়ার জেলার নেপালিভাষী নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলে বিমল গুরুং (Bimal Gurung) ফেরার পরে রাজনৈতিক পরিস্থিতি কতটা পাল্টেছে তা নিয়ে আলোচনা করার কথা। এর পরে আলিপুরদুয়ার জেলার বিধানসভা ভিত্তিক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

দলের এক নেতা জানান, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডুয়ার্সের কয়েকজন তৃণমূল (Tmc) নেতার বিজেপিতে (Bjp) যাওয়ার ব্যাপারে নিত্য যা রটছে তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন। যেমন, কালচিনি মোহন শর্মা, যিনি আগে দলের জেলা সভাপতি ছিলেন। তা ছাড়া হালে সৌরভ চক্রবর্তীকে নিজের বিধানসভার বাইরে যেতে দেওয়া হচ্ছে না বলে তিনিও ক্ষুব্ধ বলে দলের খবর। এমন অনেক ক্ষোভ রয়েছে ডুয়ার্সে। তা সামাল দিয়ে নেতা কর্মীদের একজোট করে রাখতেই সকালে শিলিগুড়ি থেকে বেরিয়েছেন। ফিরবেন সেই রাতে।

বুধবার যাবেন জলপাইগুড়ি (Jalpaiguri)। সেখানে জল্পেশ মন্দিরে পুজোপাঠ করে যাবেন সার্কিট হাউজ (Circuit House)। দিনভর সেখানে মিটিং। রাতে ফিরবেন শিলিগুড়ি। পরদিন, বুনিয়াদপুর, গংগারামপুর যাবেন। কর্মিসভা করার কথা। রাতে শিলিগুড়ি। শুক্রবার কলকাতা (Kolkata) ফিরবেন অভিষেক ও পিকে।

আরও পড়ুন:অন্য ‘সিলসিলা’: একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ-দেবশ্রী-ঋতুপর্ণা

Related articles

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...
Exit mobile version