Friday, November 14, 2025

তোর্সা কালীবাড়িতে পুজো, মন্দিরের উন্নয়নে পুরোহিতের সঙ্গে পরামর্শ অভিষেকের

Date:

ডুয়ার্সের চা বলয়ে লাগাতার সাংগঠনিক বৈঠক শুরুর আগে প্রায় ২০ মিনিট ধরে ডুয়ার্সের হাসিমারা (Hashimara) সেনা ছাউনির কাছে তোর্সা (Torsa) কালীবাড়িতে পুজো দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee)। মঙ্গলবার বেলা ২টো নাগাদ সেখানে যান অভিষেক এবং পিকে। ওই তোর্সা কালীবাড়ি শ্মশানকালী মন্দির হিসেবেও পরিচিত। ভক্তদের বিশ্বাস ওই কালীবাড়ি অত্যন্ত জাগ্রত।

সেখানে গিয়ে ধূপধুনো দিয়ে মন্ত্রোচ্চারণ করে পুজোয় বসেন অভিষেক। তার পরে মন্দিরের প্রতিমায় মালা পরিয়ে দেন। সেখান থেকে সোজা আলিপুরদুয়ারের (Alipurduwar) উদ্দেশে রওনা হন তিনি। বিকেল থেকে টানা রাত ৮ টা অবধি বৈঠক করার কথা রয়েছে তাঁর।

তৃণমূল সূত্রের খবর, অভিষেক হাসিমারায় গিয়ে মন্দিরের আরও উন্নতির জন্য কী করণীয় তা নিয়ে স্থানীয়দের পরামর্শ চান। মন্দিরের পুরোহিতের সঙ্গেও কথাবার্তা বলে পরামর্শ নেন। তাতেই আশায় বুক বাঁধছেন মন্দির (Temple) কর্তৃপক্ষ। কারণ, আগামী দিনে মন্দিরের সংস্কার ও উন্নয়নে অর্থ বরাদ্দের রাস্তা প্রশ্ত হল বলে তাঁরা মনে করছেন।

আরও পড়ুন – ঘুরছে লোকসভার হাওয়া, উত্তরে আত্মবিশ্বাসী অভিষেক

এদিন সকালে শিলিগুড়ির (Siliguri) বেসরকারি হোটেল থেকে রওনা হন অভিষেক-পিকে। সেবক হয়ে তাঁরা যান হাসিমারায়। সেখানে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ জেলার প্রথম সারির সব তৃণমূল নেতাই। কোভিড বিধি মেনে মুখে মাস্ক পরেই পুজো পর্ব সারেন অভিষেক।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version