Thursday, August 21, 2025

দু’কূল হারানোর ভয়ে বৈশাখীর ডিগবাজি, শোভনের রঙবাজির চিত্রনাট্য

Date:

Share post:

বিজেপির মিছিলে না গিয়ে পার্টি অফিসে নিজেদের ঘর হারিয়েছেন। খুলে নেওয়া হয়েছে নেমপ্লেট। শোভন-বৈশাখীকে (shovon-Baishakhi) ছেড়ে দেওয়ার জন্য পার্টির মধ্যে চাপ তৈরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে সরাসরি ডিগবাজি (Turn about 360 degree) খেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ঘর সামলাতে মুখ খুললেন। ঢাকতে গিয়েও পারলেন না মিছিলে না আসার আসল কারণ ঢাকতে।

মুখ খুলে কী বললেন বৈশাখী? বললেন শারীরিক অসুস্থতার কথা। কিন্তু বলব না বলেও যা বলে ফেললেন তা হলো একটি ফোন। সোমবার সকাল অর্থাৎ মিছিলের দিন সকালে বিজেপির কল সেন্টার (call centre) থেকে একটি ফোন আসে। সেই ফোনের ওপার থেকে বলা হয়, শোভনবাবুর মিছিল হচ্ছে তো! বৈশাখী বলেন, হ্যাঁ হচ্ছে তো! এবার উল্টো দিক থেকে বলা হয় মিছিল শোভনবাবুর, আপনার নয়। আর এতেই আঁতে ঘা লাগে বৈশাখীর।

সিদ্ধান্ত নিতে গিয়ে আর একটি কারণও তখন বড় হয়ে দেখা দেয়। তা হলো দলের কলকাতা জোনের কমিটিতে (Calcutta Zone) শোভনকে না জানিয়েই দেবজিৎ সরকার (Debjit Sarkar) ও শঙ্কুদেব পন্ডাকে (Shankudev Ponda) নিয়ে নেওয়া। যে কমিটির কথা তাঁদের বলা হয়েছিল, সেই কমিটিতে প্রাথমিকভাবে এদের নাম ছিল না। পরে তাঁরা জানতে পারেন।

এই সিদ্ধান্ত নিয়ে শোভন বিরক্ত ছিলেন। শঙ্কুদেব পন্ডাকে তিনি কমিটিতে চাননি। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, মুকুলদা (Mukul Roy) যাতে সব খবর পায়, তারজন্য এই কাজটা করা হলো। সোমবার সকালের ফোন আর এই কমিটি, দুয়ে দুয়ে চার হয়। সকাল থেকে শরীর খারাপের অজুহাত, আর বিকেলে ট্যাবলো সাজিয়ে অপেক্ষা করিয়ে রাখলেন রাকেশ সিংকে।

আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন কলকাতার নেতারা। বলেন, অনেক হয়েছে, এবার শোভন-বৈশাখীর এপিসোড শেষ হোক। আর তারপরেই পার্টি অফিসে শোভনের ঘরের নেমপ্লেট খুলে নিয়ে প্রতিবাদ জানানো হয়।

বৈশাখীর অপমানের সঙ্গী হতে গিয়ে শোভন যে কাঁচা দান খেলেছেন, তা বুঝতে পারেন। তাই দুকূল যাতে হারাতে না হয়, তারজন্য দুপুরে বৈশাখীকে সংবাদ মাধ্যমের কাছে হাজির করে দীপক হালদার আর আবু তাহেরের সঙ্গে বৈঠকের খবর দিয়ে দেন। বোঝানোর চেষ্টা করেন বড় দলবলের খেলা তিনি খেলছেন বিজেপির হয়ে!

আরও পড়ুন- শোভনের বাড়িতে ‘গোপন’ বৈঠকে বিধায়ক, কর্মাধ্যক্ষ, চাঞ্চল্য

Advt

spot_img

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...