মঙ্গল গ্রহে জমি কেনার হিড়িক!

গত ৩০ বছর ধরে এক বেসরকারি মার্কিন সংস্থা বাই মারস ডট কম(buymars.com)
বিভিন্ন গ্রহের জমি কেনাবেচা করছে। মঙ্গল গ্রহে জমির দাম খুব কম। এক একর জমির দাম মাত্র তিন হাজার টাকা।
সম্প্রতি মঙ্গল গ্রহে এক একর জমি কিনেছেন হুগলির শ্রীরামপুরের বাসিন্দা শৌনিক দাস। তিনিই প্রথম বাঙালি যিনি মঙ্গল গ্রহে জমি কিনেছেন। যদিও মঙ্গল গ্রহের মতো চাঁদেও জমি কেনা হচ্ছে।
কিন্ত কেন এত কম দামে বিক্রি হচ্ছে মঙ্গল গ্রহের জমি? সেই বিষয়ে জানা গিয়েছে, সেখানে জমি শেয়ার বাজারের মতো বিক্রি হয় তাই জমির দাম ওঠা নামা করে।

Previous articleজৈব সুরক্ষা বলয়ের নিয়ম মেনে চলবে ভারতীয় দল, জানাল বিসিসিআই
Next article৯ জানুয়ারি কাটোয়ায় সভা করে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ ko সারবেন জেপি নাড্ড