জৈব সুরক্ষা বলয়ের নিয়ম মেনে চলবে ভারতীয় দল, জানাল বিসিসিআই

জৈব সুরক্ষা বলয়ের ( Bio bubble) সব নিয়ম মেনে চলবে ভারতীয় দল ( India team)। মঙ্গলবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের( BCCI) পক্ষ থেকে। ইতিমধ্যেই তৃতীয় টেস্টের( 3rd test) জন‍্য সিডনি ( sydney) পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানে এক প্রস্থ করোনা টেস্ট ( covid 19 test)ও করানো হয় টিম ইন্ডিয়ার। সেখানে ক্রিকেটারদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

৭ তারিখ সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে অজিঙ্কে রাহানের (ajinkya rahane) দল। এই মুহূর্তে সিডনিতে করোনার প্রকোপ বেড়েছে। তাই সব রকম সতর্কতা বেঁধে দেওয়া হয়েছে দুই দলের ক্রিকেটার মধ‍্যে। এই নিয়ে বিসিসিআই এক কর্তা জানিয়েছেন, “ভারতীয় দলকে জৈব সুরক্ষা বলয়ের সব রকম নিয়ম জানানো হয়েছে। সেই নিয়ম মেনেই চলবে ভারতীয় দল। হোটেলের বাইরে কেউ পা রাখবে না। ”

ব্রিসবেনে হতে চলেছে চতুর্থ টেস্ট। ব্রিসবেনেও করোনার কারনে কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে কঠোর নিয়ম। সেই নিয়ম নিয়ে বিসিসিআইয়ের এক কর্ত জানিয়েছেন, ” ব্রিসবেনে কঠিন নিয়ম ক্রিকেটারদের জন‍্য খুব সুখের নয়। সিডনির মতন অন্তত হোটেলের ফ্লোরে আসার অনুমতি দেওয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন:একদম ফিট, চাইলে ক্রিকেটও খেলতে পারে! সৌরভকে দেখে মন্তব্য দেবী শেঠীর

Advt

Previous articleমন্ত্রিত্ব, জেলা সভাপতির পদ ছাড়লেন লক্ষ্মীরতন, নাড্ডার সফরেই কী বিজেপিতে?
Next articleমঙ্গল গ্রহে জমি কেনার হিড়িক!